নিউক্লাইড

একই ধরনের নিউক্লীয় প্রজাতিভূক্ত নিউক্লিয়াস

নিউক্লাইড বলতে বুঝায় একই ধরনের নিউক্লীয় প্রজাতিভূক্ত নিউক্লিয়াসকে।

সংজ্ঞা

সম্পাদনা

দুটি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা Z এবং নিউট্রন সংখ্যা N যদি অভিন্ন হয়, তাহলে তারা একই নিউক্লীয় প্রজাতির অন্তর্ভুক্ত হয়। এই ধরনের একই নিউক্লীয় প্রজাতিকেই বলা হয় নিউক্লাইড। একটি নিউক্লাইডকে তার রাসায়নিক সংকেত এবং রাসায়নিক সংকেত এর শির সংখ্যা (A=Z+N) দ্বারা শনাক্ত করা হয়।[]

ইতিহাস

সম্পাদনা

১৯৪৭ সালে বিজ্ঞানী ট্রুম্যান পি. কোমান প্রথম এই নিউক্লাইড শব্দটি ব্যবহার করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, শাহজাহান তপন। ১৩ তম অধ্যায়। পৃষ্ঠা ৪১৬। 
  2. original proposal for the word nuclide সংগৃহীত ৭ আগস্ট, ২০১৬।