হাঁথিয়াল জেলা

ভারতের মিজোরাম রাজ্যের একটি জেলা
(নাহথিয়াল জেলা থেকে পুনর্নির্দেশিত)

হাঁথিয়াল জেলা উত্তর পূর্ব ভারতে অবস্থিত মিজোরাম রাজ্যের ১১ টি জেলার একটি জেলা। এই জেলাটি ২০১৯ খ্রিস্টাব্দের ৩রা জুন তারিখে লুংলেই জেলার পূর্ব দিকর অংশ থেকে গঠিত হয়েছিল।[] জেলার সদর দপ্তর হাঁথিয়ালে অবস্থিত।

হাঁথিয়াল
মিজোরামের জেলা
মিজোরাম রাজ্যে হাঁথিয়াল জেলার অবস্থান
মিজোরাম রাজ্যে হাঁথিয়াল জেলার অবস্থান
রাষ্ট্র ভারত
রাজ্যমিজোরাম
সদরহাঁথিয়াল
সরকার
 • লোকসভা নির্বাচন কেন্দ্রমিজোরাম
জনতত্ত্ব
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
ওয়েবসাইটhnahthial.nic.in

ইতিহাস

সম্পাদনা

১৯৯৮ থেকে ২০১৮ অবধি প্রায় বিশ বছর যাবৎ হাঁথিয়ালের বাসিন্দারা তাদের জন্য নতুন হাঁথিয়াল জেলার দাবি করছিলেন। ২০০৯ খ্রিস্টাব্দে এ কারণে একটি সংস্থাটি তৈরি করা হয় এবং তার নাম দেওয়া হয় হাঁথিয়াল জেলা কার্যক্রম দাবি সংগঠন। এই সংগঠনটি হাঁথিয়াল থেকে আইজল অবধি পদযাত্রা ছাড়াও একাধিক কার্যক্রম করে। অনশন, বন্ধ, হরতাল, মিটিং-মিছিল,[] জনমত সংগ্রহ [] করে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিপত্র পেশ করেন। [],[], ওই একই সময়ে ৫৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে [] তারা মিজোরামের মুখ্যমন্ত্রীর সাথে দফায় দফায় বৈঠক করেন।

মিজোরাম সরকার ৩রা জুন ২০১৯ খ্রিস্টাব্দে একটি বিজ্ঞপ্তি জারি করে হাঁথিয়ালে‌ জেলা ডেপুটি কমিশনারের দপ্তর নির্মাণের নির্দেশ দেন। এরপর থেকে হাঁথিয়াল একটি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায় এবং হাঁথিয়াল শহরে নতুন সদর গঠন করা হয়। সরকারিভাবে নবগঠিত হাঁথিয়াল‌ জেলায় ১৮ই অক্টোবর দীর্ঘ কুড়ি বছর সংগ্রামের পর প্রাপ্ত নতুন জেলার উদ্‌যাপন করা হয়। []

বিভাগ ও জনমিতি

সম্পাদনা

জেলাটিতে মোট তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলি হল যথাক্রমে দক্ষিণ তুইপুই, লুংলেই উত্তর এবং লুংলেই পূর্ব। সমগ্র জেলায় মোট ২৭ টি জনবসতিপূর্ণ শহর এবং গ্রাম রয়েছে। জেলাটিতে মোট পরিবারের সংখ্যা ৫,৮৪৬ টি যেখানে ২৮,৪৬৮ জন মানুষ বাস করেন। জেলাটিতে পুরুষ সংখ্যা ১৪,২০৮ ‌জন এবং নারীর সংখ্যা ১৪,২৬০ জন। জেলা সদর হাঁথিয়ালে‌ রয়েছে ১,৫৪৮ টি পরিবার, যেখানে ৭,১৮৭ জন মানুষ বাস করেন। [].

পরিবহন

সম্পাদনা

হেলিকপ্টার কর্পোরেশন অভ ইন্ডিয়া পবন হংস[] রাজধানী আইজল থেকে হাঁথিয়াল পর্যন্ত একটি হেলিকপ্টার পরিষেবা চালু করেছে। [১০] আইজল থেকে হাঁথিয়াল পর্যন্ত ৫৪ নং জাতীয় সড়ক দিয়ে মোট সড়ক দূরত্ব ১৭২ কিলোমিটার, এই পথে বাস, জিপগাড়ি, ম্যাক্সি ক্যাব প্রভৃতি প্রাত্যহিক পরিষেবা দান করে। [১১]

হাঁথিয়াল জেলার উত্তর দিকে রয়েছে সেরছিপ জেলা, দক্ষিণ দিকে রয়েছে সাইহা জেলা এবং‌ পশ্চিম দিকে রয়েছে লুংলেই জেলা। জেলাটির পূর্ব দিকে রয়েছে ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্ত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "HNAHTHIAL DISTRICT CELEBRATES FORMATION"DIPR Mizoram। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  2. "Hnahthial leh Khawzawlah total bandh"। Vanglaini Daily Newspaper। ২৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  3. "Public Meeting"। Vanglaini Daily Newspaper। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Hnahthial District not likely"। oneindia। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  5. "Hnahthial residents for district status"। The Telegraph। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  6. "over 100 hurt in police lathicharge"। Times of India। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  7. "HNAHTHIAL DISTRICT CELEBRATES FORMATION"। DIPRl। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  8. "District thar 3-ah mi 1,15,424 an awm Saitual district-ah mihring an tam ber"Vanglaini। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২০ 
  9. "MIZORAMA HELICOPTER SERVICE TUR CHIEF MINISTER IN HAWNG"। Mizoram DIPR। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১২ 
  10. "Nilaini atangin 'Helicopter Service"The Zozam Times। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১২ 
  11. "Aizawl to Siaha"। Mizoram NIC। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১২