নাসির উদ্দিন চৌধুরী
নাসির উদ্দিন চৌধুরী বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনিতিবিদ। তিনি ১৯৬৬ সালে সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৮ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন। ১৯৭০ সালে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৫ ও ১৯৮৯ সালে দুইবার দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। [২]
নাসির উদ্দিন চৌধুরী | |
---|---|
সুনামগঞ্জ-২-এর সংসদ সদস্য | |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | মিফতা উদ্দিন চৌধুরী রুমী |
উত্তরসূরী | সুরঞ্জিত সেনগুপ্ত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সুনামগঞ্জ, বাংলাদেশ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) (২০০১ সালের পূর্বে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জীবিকা | রাজনীতিবিদ |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনানাসির উদ্দিন চৌধুরী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনানাসির উদ্দিন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সদস্য। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেও পরাজিত হন। [৩][৪][৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "সুনামগঞ্জের ৫ আসনে ভোটযুদ্ধে ৩২ প্রার্থী"। www.bhorerkagoj.com। ২০১৯-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৫।
- ↑ "সুনামগঞ্জ-২: প্রয়াত মন্ত্রী সুরঞ্জিতপত্নী জয়া ও নাসিরের যত সম্পদ"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৫।
- ↑ "জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে সুনামগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থীরা"। DBC News (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৫।
- ↑ "সুনামগঞ্জ-২: সুরঞ্জিতের অনুপস্থিতিতে মাঠ গোছাচ্ছে বিএনপি"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৫।