নাসরি রাজবংশ
নাসরি রাজবংশ (আরবি: بنو نصر banū Naṣr) ছিল স্পেনের শেষ মুসলিম রাজবংশ। এই রাজবংশ ১২৩৮ থেকে ১৪৯২ খ্রিষ্টাব্দ পর্যন্ত গ্রানাডা আমিরাত শাসন করেছিল।[১] ১২১২ সালে লাস নাভাস দ্য টোলোসার যুদ্ধে আলমোহাদ খিলাফতের পরাজয়ের পর নাসরি রাজবংশ ক্ষমতায় আরোহণ করে। প্রতিষ্ঠার পর থেকে ২৩ জন আমির গ্রানাডা শাসন করেছেন। শেষ শাসক দ্বাদশ মুহাম্মদ খ্রিষ্টান স্পেনীয় রাজ্য আরাগন ও কাস্তিলের কাছে আত্মসমর্পণ করেছিলেন। নাসরিদের শাসনামলে নির্মিত আলহাম্বরা প্রাসাদ এই সময়ের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
নাসরি রাজবংশ إمارة غرﻧﺎﻃﺔ Imarat Gharnāṭah (আরবি) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
১২৩৮–১৪৯২ | |||||||||
নীতিবাক্য: ওয়া লা গালিবা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই) | |||||||||
নাসরি রাজ্যের অঞ্চল | |||||||||
রাজধানী | গ্রানাডা | ||||||||
প্রচলিত ভাষা | আন্দালুসি আরবি মোজারাবিক, লাডিনো | ||||||||
ধর্ম | ইসলাম, রোমান ক্যাথলিক, ইহুদি | ||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||
সুলতান | |||||||||
• ১২৩৮–১২৭৩ | প্রথম মুহাম্মদ ইবনে নাসর | ||||||||
• ১৪৮৭–১৪৯২ | দ্বাদশ মুহাম্মদ | ||||||||
ঐতিহাসিক যুগ | মধ্য যুগ | ||||||||
• প্রতিষ্ঠা | ১২৩৮ | ||||||||
১৪৯২ | |||||||||
| |||||||||
বর্তমানে যার অংশ | স্পেন জিব্রাল্টার |
নাসরি সুলতানদের তালিকা
সম্পাদনা- প্রথম মুহাম্মদ ইবনে নাসর (১২৩৮-১২৭২)
- দ্বিতীয় মুহাম্মদ আল ফকিহ (১২৭৩-১৩০২)
- তৃতীয় মুহাম্মদ (১৩০২-১৩০৯)
- নাসর (১৩০৯-১৩১৪)
- প্রথম ইসমাইল (১৩১৪-১৩২৫)
- চতুর্থ মুহাম্মদ (১৩২৫-১৩৩৩)
- প্রথম ইউসুফ (১৩৩৩-১৩৫৪)
- পঞ্চম মুহাম্মদ (১৩৫৪-১৩৫৯, ১৩৬২-১৩৯১)
- দ্বিতীয় ইসমাইল (১৩৫৯-১৩৬০)
- ষষ্ঠ মুহাম্মদ (১৩৬০-১৩৬২)
- দ্বিতীয় ইউসুফ (১৩৯১-১৩৯২)
- সপ্তম মুহাম্মদ (১৩৯২-১৪০৮)
- তৃতীয় ইউসুফ (১৪০৮-১৪১৭)
- অষ্টম মুহাম্মদ (১৪১৭-১৪১৯, ১৪২৭-১৪২৯)
- নবম মুহাম্মদ (১৪১৯-১৪২৭, ১৪৩০-১৪৩১, ১৪৩২-১৪৪৫, ১৪৪৮-১৪৫৩)
- চতুর্থ ইউসুফ (১৪৩২)
- পঞ্চম ইউসুফ (১৪৪৫-১৪৪৬, ১৪৬২)
- দশম মুহাম্মদ (১৪৪৬-১৪৪৮)
- একাদশ মুহাম্মদ (১৪৫৩-১৪৫৪)
- সাইদ (১৪৫৪-১৪৬৪)
- আবুল হাসান আলি, (১৪৬৪-১৪৮২, ১৪৮৩-১৪৮৫)
- দ্বাদশ মুহাম্মদ, বোয়াবদিল নামেও পরিচিত (১৪৮২-১৪৯২)
- ত্রয়োদশ মুহাম্মদ, এল জাগাল নামেও পরিচিত (১৪৮৫-১৪৮৬)
নসব
সম্পাদনানাসরি রাজবংশ পিতার দিক থেকে বনু খাজরাজ গোত্রের প্রধান ও এক সাহাবির বংশধর বলে দাবি করত।
উত্তরাধিকারের লড়াই ও গৃহযুদ্ধ
সম্পাদনাগ্রানাডা আমিরাতের উপর খ্রিষ্টানদের হামলার সময় নাসরিদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে গৃহবিবাদ শুরু হয়। আবুল হাসান আলি তার ছেলে দ্বাদশ মুহাম্মদ কর্তৃক অপসারিত হওয়ার পর মালাগায় পিছু হটেন এবং প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে গৃহবিবাদ শুরু হয়। খ্রিষ্টানরা এই সুযোগের সদ্বব্যবহার করে এবং মুসলিমদের শক্তঘাটিগুলো দখল করতে থাকে। দ্বাদশ মুহাম্মদ ১৪৮৩ সালে লুসেনায় খ্রিষ্টান বাহিনীর হাতে ধরা পড়েন। ফার্ডিনেন্ড ও ইসাবেলার সাথে মিত্রতার শপথ নেয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। আবুল হাসান আলি শেষপর্যন্ত পূর্ণভাবে ক্ষমতা ত্যাগ করলে দ্বাদশ মুহাম্মদের সাথে তার ভাই ত্রয়োদশ মুহাম্মদের সংঘর্ষ বাধে। দ্বিতীয় জন খ্রিষ্টানদের কাছে আত্মসমর্পণে বাধ্য হন। দ্বাদশ মুহাম্মদকে আলপুজারা পর্বতমালায় জায়গীর দেয়া হয়। পরে তিনি ইবেরিয়ান উপদ্বীপ ত্যাগের জন্য আর্থিক ক্ষতিপূরণ নেন।[২]
বংশলতিকা
সম্পাদনানিচের বংশলতিকাটি নাসরি সুলতানদের পারস্পরিক সম্পর্ক প্রদর্শন করছে।[৩] এটি তাদের সাধারণ পূর্বপুরুষ ইউসুফ আল আহমার থেকে শুরু হয়েছে। নারীরা শাসন ক্ষমতায় না থাকায় এতে শুধু ছেলেদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শাসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সময়গুলোতে গ্রানাডা শহর ও আলহাম্বরা প্রাসাদ নিয়ন্ত্রণকারীকে সুলতানের মর্যাদা দেয়া হত।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Miranda, Ambroxio Huici (১৯৭০)। "The Iberian Peninsula and Sicily"। Holt, P.M; Lambton, Ann K.S.; Lewis, Bernard। The Cambridge History of Islam। Vol. 2A। Cambridge University Press।
- ↑ Barton, Simon (২০০৯)। A History of Spain। London: Palgrave Macmillan। পৃষ্ঠা 104। আইএসবিএন 978-0-230-20012-8।
- ↑ Lane-Poole, Stanley (১৮৯৪)। The Mohammedan Dynasties: Chronological and Genealogical Tables with Historical Introductions। Westminster: Archibald Constable and Company। পৃষ্ঠা 29। ওসিএলসি 1199708।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Fernández Puertas, Antonio (১৯৯৭)। The Alhambra. Vol 1. From the Ninth Century to Yusuf I (1354)। Saqi Books। আইএসবিএন 0-86356-466-6।
- Fernández Puertas, Antonio। The Alhambra. Vol. 2. (1354 - 1391)। Saqi Books। আইএসবিএন 0-86356-467-4।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain 1250 to 1500। University of Chicago Press। আইএসবিএন 0-226-31962-8।
- Watt, W. Montgomery (১৯৬৫)। A History of Islamic Spain। Edinburgh University Press। আইএসবিএন 0-7486-0847-8।
- Arié, Rachel (১৯৯০)। L’Espagne musulmane au Temps des Nasrides (1232–1492) (french ভাষায়) (2nd সংস্করণ)। De Boccard। আইএসবিএন 2-7018-0052-8।
- Bueno, Francisco (২০০৪)। Los Reyes de la Alhambra. Entre la historia y la leyenda (spanish ভাষায়)। Miguel Sánchez। আইএসবিএন 84-7169-082-9।
- Cortés Peña, Antonio Luis; Vincent, Bernard (১৯৮৩–১৯৮৭)। Historia de Granada. 4 vols (spanish ভাষায়)। Editorial Don Quijote।