নারায়ণ গুরু

ভারতীয় সমাজ সংস্কারক

নারায়ণ গুরু (১৮৫৪-১৯২৮) ছিলেন ভারতের একজন হিন্দু সাধু এবং সমাজ সংস্কারক। তিনি শ্রী নারায়ণ গুরু স্বামী নামেও পরিচিত। তিনি তার সময়ে কেরালায় সংস্কারমূলক আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি আধ্যাত্মিক মুক্তির ও সামাজিক সমতার নতুন মূল্যবোধ বর্ধিতকরণে অবদান রাখেন।[] তিনি বেদান্ত দর্শনের মূল বক্তব্যকে সরলভাবে কবিতার আকারে লিপিবদ্ধ করেছেন। তার রচনার মধ্যে দর্শনমালা, আত্মোপদেশ শতকম্, অদ্বৈত দীপিকা, অরিভু প্রভৃতি উল্লেখযোগ্য। সাম্প্রতিককালে শ্রী নারায়ণ গুরুর দর্শন: একটি সংক্ষিপ্ত পরিক্রমা, বাপী মজুমদার শিরোনামে বাংলা ভাষায় একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। দর্শনমালা গ্রন্থের ব্যাখ্যাও খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে।

নারায়ণ গুরু

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Smith, Bardwell L. (১৯৭৬)। Religion and social conflict in South Asia। International studies in sociology and social anthropology। 22। BRILL। পৃষ্ঠা 35–39। আইএসবিএন 978-90-04-04510-1