নারায়ণপুর ইউনিয়ন, চৌগাছা
যশোর জেলার চৌগাছা উপজেলার একটি ইউনিয়ন
নারায়নপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
নারায়নপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
নারায়নপুর ইউনিয়ন | |
বাংলাদেশে নারায়ণপুর ইউনিয়ন, চৌগাছার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩′৫৩.৬″ উত্তর ৯০°৫৩′৮.৫″ পূর্ব / ২৪.০৬৪৮৮৯° উত্তর ৯০.৮৮৫৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | চৌগাছা উপজেলা |
আয়তন | |
• মোট | ৭৪.৪১ বর্গকিমি (২৮.৭৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,০৩৭ |
• জনঘনত্ব | ৩০০/বর্গকিমি (৭৭০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাভৌগোলিক অবস্থান অনুযায়ী নারায়নপুর জেলা সদর হতে প্রায় ৩০ কিলোমিটার এবং উপজেলা সদর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে নারায়নপুর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। এর উত্তর দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন, দক্ষিণে স্বরুপদাহ ইউনিয়ন,পুর্বে হাকিমপুর ইউনিয়ন, পাতিবিলা ইউনিয়ন ও পশ্চিমে মহেশপুর উপজেলার মান্দার বাড়িয়া ইউনিয়ন। ইউনিয়নটি ১৬টি গ্রাম এবং ১৩টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।
গ্রাম
সম্পাদনাচৌগাছা ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে।
- চাদপাড়া
- কাদবিলা
- গুয়াতলী
- মান্দারতলা পাড়া
- হোগলডাঙ্গা
- মাঙ্গীরপাড়া
- বড়খানপুর
- কিসমত খানপুর
- বুন্দলীতলা
- বাটিকামারী
- বাদেখানপুর
- ভগবানপুর
- ইলিশমারি
- নারায়নপুর
- পেটভরা
- হাজরাখানা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নারায়নপুর ইউনিয়ন"। narayanpurup10.jessore.gov.bd। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।