নায়লা কবীর

ব্রিটিশ অর্থনীতিবিদ

নায়লা কবীর (বাংলা: নায়লা কবীর) (জন্ম ২৮ জানুয়ারি ১৯৫০) একজন ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ বাংলাদেশী, যিনি একাধারে সামাজিক অর্থনীতিবিদ, রির্সাস ফেলো ও লেখক। তিনি আন্তজার্তিক নারীবাদী অর্থনৈতিক সংস্থার ভবিষ্যৎ সভাপতি। তিনি দারিদ্র, লিঙ্গসমতা, সামাজিক বিভিন্ন ইস্যুতে কাজ করে থাকেন।

নায়লা কবীর
জন্ম (1950-01-28) ২৮ জানুয়ারি ১৯৫০ (বয়স ৭৪)
জাতীয়তাব্রিটিশ
প্রতিষ্ঠান
কাজের ক্ষেত্রসামাজিক অর্থনীতি
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্যসমাজিক অর্থনীতিবিদ
শিক্ষায়তনলন্ডন স্কুল অব ইকোনোমিক্স
লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ

শৈশব কাল

সম্পাদনা

কাবীর কলকাতা,ভারতে জন্মগ্রহণ করেন। ককিন্ত ততার পরিবার বাংলদেশে স্থান্তারিত হন। তার স্কুল জীবন ককাটে ভারতে। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য তিনি যযুক্তরাজ্যে যান। তিনি লন্ডন ইকোনমিকস স্কুল থেকে বিএসসি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএসসি করেন।

ক্যারিয়ার

সম্পাদনা

তিনি ১৯৮৫ সালে ইনিস্টিটিউট অব ডেবেলপমেন্ট স্টাডিজ এ রির্সাস ফেলো হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি প্রফেশনাল ফেলো হিসেবে কাজ করেন। ২০১০ সালে তিনি স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ, লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসে যোগদান করেন। বর্তমানে সেখানে তিনি কর্মরত আছেন।

আর দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা