নাভানা গ্ৰুপ
নাভানা গ্রুপ একটি বাংলাদেশি শিল্প সংস্থা।
ধরন | শিল্প সংস্থা |
---|---|
প্রতিষ্ঠাতা | শফিউল ইসলাম কামাল |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ. |
প্রধান ব্যক্তি | শফিউল ইসলাম কামাল (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক) |
ওয়েবসাইট | navana |
ইতিহাস
সম্পাদনাচেয়ারম্যান হিসেবে শফিউল ইসলাম কামালের নেতৃত্বে নাভানা গ্রুপ ইসলাম গ্রুপের চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুর পর ইসলাম গ্রুপ থেকে পৃথক হয়ে ভৌত সত্তায় আবির্ভূত হয় যা তখন বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী ছিল। নাভানা গ্রুপে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, পণ্য ও প্রকল্প বিপণন, নির্মাণ ও রিয়েল এস্টেট ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য, বিতরণ ও বিভিন্ন পণ্য উৎপাদনের মতো বিভিন্ন ক্ষেত্রে তার কার্যক্রম বৈচিত্র্যময় করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে তাৎপর্য অর্জন করেছে।[১]
সংস্থার তালিকা
সম্পাদনানাভানা গ্রুপের সংস্থাগুলি নীচে তালিকাভুক্ত:[২]
- নাভানা লিমিটেড।
- নাভানা অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশে মাহিন্দ্রা এবং টয়োটা যানবাহন বাজারজাত করে[৩]
- নাভানা ব্যাটারি লিমিটেড[৪]
- নাভানা রিয়েল এস্টেট লি।[৫]
- নাভানা কনস্ট্রাকশন লিমিটেড[৬]
- নাভানা টেক্সটাইল লিমিটেড
- নাভানা ইন্টারলিঙ্কস লিমিটেড।
- বিপনন লিমিটেড
- নাভানা ডিস্ট্রিবিউশনস লিমিটেড
- নাভানা ইলেকট্রনিক্স লিমিটেড।
- নাভানা ট্যাক্সি ক্যাব কোং লিমিটেড
- নাভানা নবায়নযোগ্য শক্তি লিমিটেড।
- নাভানা লজিস্টিকস লিমিটেড
- নাভানা পেট্রোলিয়াম লিমিটেড
- নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
- নাভানা সিএনজি লিমিটেড
- নাভানা এলপিজি লিমিটেড
- নাভানা ওয়েল্ডিং ইলেক্ট্রোড
- নাভানা ফার্নিচার লিমিটেড[৭]
- গ্লোরিয়া জিন'স কফিস -এর ফ্র্যাঞ্চাইজি ধারক হলো নাভানা ফুডস লিমিটেড।[৮]
- নাভানা ইঞ্জিনিয়ারিং।[৯]
নাভানা লিমিটেড
সম্পাদনানাভানা লিমিটেড বাংলাদেশের টয়োটার একমাত্র এজেন্ট।[১০]
আফতাব অটোমোবাইলস লিমিটেড
সম্পাদনাআফতাব অটোমোবাইলস লিমিটেড, নাভানা গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান যা প্রধানত যানবাহন একত্রিতকরণ এবং ছোট যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা। সংস্থাটি ১৯৮২ সাল থেকে বাংলাদেশের বাজারের জন্য টয়োটা এবং এইচআইএনও যানবাহন বিপণন করছে, সম্প্রতি এইচআইএনও-মিনি বাস চালু করেছে।[১১]
নাভানা সিএনজি লিমিটেড
সম্পাদনানাভানা সিএনজি লিমিটেড, নাভানা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যা বাংলাদেশের শীর্ষস্থানীয় সিএনজি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একটি। নাভানা সিএনজি লিমিটেড সিএনজি অ্যান্ড এলপিজি কনভার্ট কিট ম্যানুফ্যাকচার ল্যান্ডি রেঞ্জোস পিএ, ইতালির একমাত্র পরিবেশক। নাভানা সিএনজি লিমিটেড শুধুমাত্র সিএনজি রিফুয়েলিং স্টেশন টেকনোলজি সেফস.আর.এল. ইতালি প্রস্তুতকারকের প্রতিনিধিত্ব করে। থ্রি হুইলার কনভার্টারের জন্য, নাভানা সিএনজি লিমিটেড ভারতের ভানাজ ইঞ্জিনিয়ার্স এর একমাত্র পরিবেশক।[১২]
নাভানা রিয়েল এস্টেট লিমিটেড
সম্পাদনাবাংলাদেশে রিয়েল এস্টেট উন্নয়নে উচ্ছ্বাসকে কাজে লাগানোর জন্য শফিউল ইসলাম কামালের সভাপতিত্বে ১৯৯৬ সালের শেষের দিকে নাভানা রিয়েল এস্টেট লিমিটেড (এনআরইএল) গঠিত হয়। এনআরইএল অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক এবং জমি প্রকল্পে কাজ করছে। এটি বহুজাতিক সংস্থা।
নাভানা ট্রেক্সটাইল লিমিটেড
সম্পাদনানাভানা টেক্সটাইলস লিমিটেড (সোয়েটার ইউনিট) ঢাকার কালমা, সাভারে নিজস্ব প্রাঙ্গণে অবস্থিত ১০০% রপ্তানিমুখী সোয়েটার কারখানা।
নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড
সম্পাদনানাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এনইএল) বাংলাদেশের অন্যতম প্লাস্টিক উৎপাদনকারী সংস্থা। এনইএল উচ্চ ঘনত্বের পলিইথিলিন (এইচডিপিই), অপ্লাস্টিকযুক্ত পলিভিনাইল ক্লোরাইড (ইউপিভিসি), পলিপ্রোপাইলিন র ্যান্ডম (পিপিআর) শিল্পের প্রয়োজনীয়তার জন্য তৈরি প্লাস্টিকপণ্য উৎপাদনে সংস্থাটি বিশেষায়িত। এনইএল আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের পাইপ এবং ডাক্ট উৎপাদন করার জন্য পরিচিত।
নাভানা পেট্রোলিয়াম লিমিটেড
সম্পাদনানাভানা পেট্রোলিয়াম লিমিটেড (এনপিএল) বাংলাদেশের ক্যালটেক্স ব্র্যান্ডের বিপণন সংস্থা হিসেবে রেডিসন ওয়াটার গার্ডেনে ৬ এপ্রিল ২০০৬ তারিখে এর কার্যক্রম শুরু করেছে।
ক্যালটেক্স, শেভরন কর্পোরেশনের সদস্য, ১৯৩৬ সালে শেভরন কর্পোরেশন এবং টেক্সাকো ইনকরপোরেটের মধ্যে যৌথ উদ্যোগে ক্যালটেক্স ের তৈরি করা হয়েছিল। এটি ৭৮০০ টিরও বেশি খুচরা আউটলেটের সাথে কাজ করে, যার মধ্যে ৪৫০০ ব্র্যান্ডেড ক্যালটেক্স স্টেশন এবং ৭০০ স্টার মার্ট, প্রায় ৬০ টি দেশ জুড়ে। ক্যালটেক্স বাণিজ্যিক ব্যবসায়িক ইউনিট কেবল তার গ্রাহকদের জ্বালানি সরবরাহ করে না, যানবাহনে জ্বালানি বিতরণে ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সরবরাহ করে, পাশাপাশি ইনভেন্টরি রিকনসিলিউশনও সরবরাহ করে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About Navana on Official page"। ২৭ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- ↑ "Concerns of Navana Group on Official page"। ২৭ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- ↑ "Mahindra motorcycles hit Bangladesh market"। দ্য ডেইলি স্টার। ২০১৩-০৮-২৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।
- ↑ "Navana Batteries Limited"। navana.com। ২০২১-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৪।
- ↑ "Navana Real Estate Ltd. | A Leading Real Estate Company in Bangladesh"। navana-realestate.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৪।
- ↑ "Second Teesta bridge misses deadline"। দ্য ডেইলি স্টার। ২০১৬-০১-২৯। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।
- ↑ "Discount war heats up at DITF"। The Financial Express। Dhaka। ২০১৬-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।
- ↑ "Gloria Jean's Coffees starts Valentine's Day campaign"। দ্য ডেইলি স্টার। ২০১৬-০২-০৮। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।
- ↑ "Plastic pipe market thrives with time"। দ্য ডেইলি স্টার। ২০১২-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।
- ↑ "Buzz at motor show"। দ্য ডেইলি স্টার। ২০১০-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।
- ↑ "Aftab Auto on fast lane"। দ্য ডেইলি স্টার। ২০১০-০৭-১৩। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।
- ↑ "Govt to cancel some LPG companies' licences"। The Financial Express। Dhaka। ২০১৬-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৪।