নাফি ইবনুল হারিস
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
নাফি ইবনুল হারিস ইবনে কালাদা আল–সাকাফী (আরবি: نَـافِـع ابْـن الْـحَـارِث ابْـن كَـلَـدة الـثَّـقَـفِي ; মৃ. ১৩ হিজরি / ৬৩৪–৬৩৫ খ্রি.) ছিলেন বনু সাকিফ গোত্রের একজন প্রাচীন আরব চিকিৎসক। নবী মুহাম্মদ তার সাথে চিকিৎসা বিষয়ে পরামর্শ করেছিলেন এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস ও আবু বকরকে তিনি চিকিত্সা করেছিলেন। যখন দ্বিতীয় জন রোগে মরে যাওয়ার উপক্রম হয়েছিলেন, তখন তিনি তাঁর অসুস্থতাকে বিষ হিসাবে সাব্যস্ত করেছিলেন।