নাফিসা জোসেফ
নাফিসা জোসেফ (২৮শে মার্চ ১৯৭৮ - ২৯শে জুলাই ২০০৪) একজন ভারতীয় মডেল এবং এমটিভির ভিডিও জকি ছিলেন। তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ১৯৯৭-এর বিজয়ী এবং মায়ামি বিচে মিস ইউনিভার্স ১৯৯৭ প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন।
নাফিসা জোসেফ | |
---|---|
জন্ম | বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত | ২৮ মার্চ ১৯৭৮
মৃত্যু | ২৯ জুলাই ২০০৪ মুম্বই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ২৬)
মাতৃশিক্ষায়তন | সেন্ট জোসেফ'স কলেজ |
পেশা | মডেল, টেলিভিশন উপস্থাপক, অভিনেত্রী |
উপাধি | ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ১৯৯৭ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
প্রধান প্রতিযোগিতা | ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৯৭ (বিজয়ী) মিস ইউনিভার্স ১৯৯৭ (শীর্ষ ১০) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনানাফিসা জোসেফে ১৯৭৮ সালের ২৮শে মার্চ তারিখে ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কর্ণাটকের বেঙ্গালুরুতে তাঁর শৈশব অতিবাহিত করেছিলেন।[১][২] তিনি তাঁর বাবা নির্মল জোসেফের ঘরে জন্মগ্রহণকারী দুই কন্যার মধ্যে ছোট ছিলেন। তাঁর মা উষা জোসেফ একজন বাঙালি ছিলেন, যিনি ঠাকুরের বংশধর ছিলেন। নাফিসা বেঙ্গালুরুর বিশপ কটন গার্লস স্কুল এবং সেন্ট জোসেফ কলেজ হতে পড়াশোনা সম্পন্ন করেছিলেন। তাঁর পিতামহ একজন মুসলমান ছিলেন; তাই ধারণা করা হয় যে তিনি তার নামের প্রথম অংশ "নাফিসা" (যেটি সাধারণত একটি ইসলামী নাম) সেই সূত্রেই গ্রহণ করেছিলেন।[৩]
পেশা
সম্পাদনাজোসেফ মাত্র ১২ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন। উক্ত সময়ে তার প্রতিবেশীরা তাকে ওয়েয়ারহাউস বিজ্ঞাপনের মডেল হওয়ার সুযোগ করে দিয়েছিল। তিনি প্রসাদ বিদপার একজন মডেল হিসেবেও কাজ করেছিলেন। ১৯৯৭ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় জোসেফ সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারী ছিলেন, যেটি তিনি জয়লাভ করেছিলেন। জোসেফ ১৯৯৭ সালের ১৬ই মে তারিখে ফ্লোরিডার মায়ামি বিচে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন; তিনি উক্ত প্রতিযোগিতায় চূড়ান্ত ১০ প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন।
১৯৯৯ সালে,তিনি এমটিভি ইন্ডিয়ার ভিডিও জকির খোঁজ অনুষ্ঠানে একজন বিচারক ছিলেন এবং পরবর্তীতে তিনি একই চ্যানেলের ভিডিও জকি হিসেবেও কাজ করেছিলেন। এক সপ্তাহ পরে তাঁকে এমটিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য একটি অডিশনে ডাকা হয়েছিল। অতঃপর প্রায় পাঁচ বছর ধরে তিনি এমটিভি হাউস ফুল অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব পালন করেছিলেন। তিনি টেলিভিশন ধারাবাহিকক্যাটস-এ অভিনয় করেছিলেন, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত চার্লি'স অ্যাঞ্জেলসের ভারতীয় সংস্করণ ছিল। ২০০৪ সালে, তিনি স্টার ওয়ার্ল্ডে প্রচারিত স্টাইল নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। তিনি তাঁর বাগদত্ত গৌতম খানদুজার সহায়তায় ২'স কোম্পানি নামে একটি টেলিভিশন অনুষ্ঠান চালু করেছিলেন। তিনি গার্লজ নামে একটি ম্যাগাজিনও সম্পাদনা করেছিলেন। সুভাষ ঘাইয়ের তাল চলচ্চিত্রে তাঁর একটি বিশেষ উপস্থিতি ছিল।
অন্যান্য তথ্য
সম্পাদনাসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের একটি গল্প মূলক টেলিভিশন অনুষ্ঠানে নাফিসাকে মল্লিকা শেঠ নামক প্রধান বিরোধী চরিত্রে অভিনয় করার জন্য একটি চুক্তিতে আবদ্ধ করা হয়েছিল। এমনকি তিনি প্রথম পর্বের জন্য শুটিংও করেছিলেন, তবে পরবর্তীকালে টেলিভিশন অভিনেত্রী এবং উপস্থাপক রক্ষন্দা খান তাঁর স্থলাভিষিক্ত হন। এই সংবাদটি রক্ষন্দা খান নিজেই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bhakoo, Shivani (২ জুন ২০০২)। "City's hospitality wins glamourous hearts"। The Tribune। ২৬ জুন ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
- ↑ "Nafisa Joseph 1978-2004"। MiD DAY। ২০০৪-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০১১-০৪-২৩।
- ↑ "Nafisa Joseph"। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।