নান্দেড়
নান্দেড় হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি শহর। এটি রাজ্যের দশম বৃহত্তম শহর এবং ভারতের সত্তরতম জনবহুল শহর। এটি মারাঠওয়াড়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি নান্দেড় জেলার জেলা সদর।
নান্দেড় | |
---|---|
নগর | |
উপর থেকে, বাম থেকে ডানে: স্বামী রামানন্দ তীর্থ মারাঠওয়াড়া ইউনিভার্সিটি, কালেশ্বর মন্দির, হাজুর সাহিব, ছত্রপতি শিবাজী মহারাজ ভাস্কর্য, আম্বেদকর ভাস্কর্য, স্বাধীন ভাস্কর্য এবং গোদাবরী নদী | |
ডাকনাম: নন্দীটাটা, নন্দীগ্রাম, কবিদের শহর, গুরুদুয়ারার শহর | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/India3" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র India3" দুটির একটিও বিদ্যমান নয়। | |
স্থানাঙ্ক: ১৯°০৯′ উত্তর ৭৭°১৮′ পূর্ব / ১৯.১৫° উত্তর ৭৭.৩০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
বিভাগ | মারাঠওয়াড়া |
জেলা | নান্দেদ জেলা |
প্রতিষ্ঠাতা | নন্দ সাম্রাজ্য |
নামকরণের কারণ | গুরুদ্বার |
সরকার | |
• ধরন | মহানগর পালিকা |
• শাসক | নান্দেদ-ওয়াগহালা মিউনিসিপাল কর্পোরেশন |
• মেয়র | শূণ্য |
• মিউনিসিপাল কমিশনার |
|
• এমএলএ | |
• নগর পুলিশ কমিশনার |
|
আয়তন | |
• মোট | ৬৩.২২ বর্গকিমি (২৪.৪১ বর্গমাইল) |
উচ্চতা | ৩৬২ মিটার (১,১৮৮ ফুট) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৫,৫০,৪৩৯ |
• ক্রম | ২য় (মারাঠওয়াড়া) ৭৯তম (ভারত) |
• জনঘনত্ব | ৮,৭০০/বর্গকিমি (২৩,০০০/বর্গমাইল) |
বিশেষণ | নান্দেদকার |
ভাষা | |
• সরকারি | মারাঠি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিআইএন কোড | ৪৩১৬০১ হতে ৬০৬ |
টেলিফোন কোড | ০২৪৬২ |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-এমএইচ |
যানবাহন নিবন্ধন | এমএইচ-২৬ |
স্থূল অভ্যন্তরীণ উৎপাদন | আইএনআর ২১,২৫৭.০০ কোটি (২০১৩)[২] |
মুম্বাই হতে দূরত্ব | ৫৭৫ কিলোমিটার (৩৫৭ মা) পূর্বে (ভূমিতে) |
হায়দ্রাবাদ হতে দূরত্ব | ২৯৩ কিলোমিটার (১৮২ মা) উত্তর-পশ্চিম (ভূমিতে) |
ঔরঙ্গাবাদ হতে দূরত্ব | ২৫৫ কিলোমিটার (১৫৮ মা) দক্ষিণ-পূর্ব (ভূমিতে) |
ওয়েবসাইট | www |
শেষ শিখ গুরু গুরু গোবিন্দ সিং তার জীবনের শেষ দিনগুলি নান্দেড়ে কাটিয়েছিলেন এবং ১৭০৮ সালে এখানেই তার মৃত্যুর আগে পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে তার উত্তরাধিকারী হিসাবে মনোনিত করেন।[৩]
অবস্থান
সম্পাদনানান্দেড় পশ্চিম-মধ্য ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত। নান্দেড় জেলার পশ্চিমে লাতুর জেলা, পারভানি জেলা ও হিঙ্গোলি জেলা; উত্তরে ইয়াভাতমাল জেলা; পূর্বে তেলেঙ্গানা রাজ্যের নিজামবাদ জেলা, কামারেডি জেলা, নির্মল জেলা ও আদিলাবাদ জেলা এবং দক্ষিণে কর্ণাটক রাজ্যের বিদার জেলা।
নান্দেড়ের দুটি অংশ রয়েছে: ২০.৬২ বর্গকিলোমিটার (৭.৯৬ মা২) আয়তনের পুরাতন নান্দেড় গোদাবরী নদীর উত্তর তীর দখল করে আছে; ৩১.১৪ বর্গকিলোমিটার (১২.০২ মা২) আয়তনের নতুন নান্দেড় নদীর দক্ষিণের ওয়াঘালা এবং আশেপাশের এলাকাগুলিকে ঘিরে রয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nanded Waghala City Census 2011 data"। Indian Census 2011। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৫।
- ↑ Records, knoema। "District Gross Domestic Product of Maharashtra 2011-12 to 2019-20"।
- ↑ "Nanded"। maharashtra government। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।