নাদিয়া বিনতে আমিন

বাংলাদেশী রাজনীতিবিদ

নাদিয়া বিনতে আমিন বাংলাদেশের নেত্রকোনা জেলার রাজনীতিবিদ যিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য[][] ড. নাদিয়া বিনতে আমিন একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান, নারী উদ্যোক্তা, সমাজকর্মী হিসেবে কাজ করে আসছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের বাশাটি গ্রামে।[][]

তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত এ এফ আমিনুল ইসলাম তারা মিয়া।[]

তিনি ১৯৮০ সালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, ১৯৮২ সালে হলি ক্রস কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং আইবিএ থেকেই এমফিল ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nadia Binte Amin | Parliament Bangladesh"parliament.gov.bd। ২৭ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৪ 
  2. "JS reserved seats for women: AL finalises its 48 nominees"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৪-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১ 
  3. "Bangladeshi woman entrepreneur awarded in Delhi."Bangladesh Sangbad Sangstha 
  4. "পূর্বধলায় আ.লীগের নতুন প্রার্থীতা ঘোষনা দিলেন ড. নাদিয়া বিনতে আমিন"যায়যায়দিন 
  5. "সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলেন ড. নাদিয়া বিনতে আমিন"যায়যায়দিন 
  6. "সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ৫০ নারী"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৭