নাডজা ওয়েস্ট
নাডজা ইয়ুডিথ ওয়েস্ট (জন্মঃ ২০ মার্চ ১৯৬১) মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন প্রাক্তন জেনারেল। তিনি ছিলেন মার্কিন সেনাবাহিনীর ৪৪তম সার্জন জেনারেল এবং মার্কিন সেনা মেডিক্যাল কমান্ড-এর অধিনায়ক। চিকিৎসক হিসেবে নাডজা মার্কিন সেনাবাহিনীর প্রথম কৃষ্ণ সার্জন-জেনারেল এবং নারী কৃষ্ণাঙ্গ মানুষ হিসেবে প্রথম সক্রিয় মেজর-জেনারেল এবং সেনা চিকিৎসা শাখার প্রথম কৃষ্ণ নারী মেজর জেনারেল হিসেবে পরিগণিত হন।[২][৩] এছাড়াও নাডজা মার্কিন সেনাবাহিনীর প্রথম নারী কৃষ্ণাঙ্গ যিনি লেফটেন্যান্ট জেনারেল পদবি ধরেছেন।[৪] যুক্তরাষ্ট্র সেনা একাডেমী থেকে প্রশিক্ষিত প্রথম নারী এই নাডজাই যিনি লেফটেন্যান্ট জেনারেল পদ অবধি এসেছেন।
নাডজা ওয়াই. ওয়েস্ট | |
---|---|
জন্ম | ওয়াশিংটন ডি. সি., যুক্তরাষ্ট্র | ২০ মার্চ ১৯৬১
আনুগত্য | মার্কিন যুক্তরাষ্ট্র |
সেবা/ | মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৮২-২০১৯ |
পদমর্যাদা | লেফটেন্যান্ট জেনারেল |
নেতৃত্বসমূহ | মার্কিন সেনাবাহিনীর সার্জন জেনারেল যুক্তরাষ্ট্র সেনাবাহিনী মেডিক্যাল কমান্ড ইউরোপ আঞ্চলিক মেডিক্যাল কমান্ড[১] ওম্যাক সেনা হাসপাতাল ম্যাকডোনাল্ড সেনা হাসপাতাল |
পূর্ব জীবন
সম্পাদনাওয়াশিংটন ডি. সি.তে বেড়ে ওঠা নাডজা শিশু বয়সে একটি পরিবারের কাছে দত্তক হিসেবে এসেছিলেন, তখন তার বয়স ছিলো মাত্র দুই বছর; তার বাবা-মার পরিচয় জানা যায়না।[৫] নাডজার নামের শেষে ওয়েস্ট শব্দটি ছিলোনা; ছিলো গ্রামার শব্দটি। নাডজা উচ্চ বিদ্যালয়ের পাঠ চুকিয়ে মার্কিন সেনা একাডেমীতে যোগ দেন ১৯৭৮ সালে।[৬] ১৯৮২ সালে তিনি সেনা একাডেমী থেকে ২য় লেফটেন্যান্ট হিসেবে বের হন এবং এই চার বছর তিনি এমবিবিএস অধ্যায়ন করেন।[৭]
সামরিক জীবন
সম্পাদনানাডজা ২০১৩ সালের ১৯শে এপ্রিল মেজর জেনারেল পদবি লাভ করেন এবং বলেন, এতো বড়ো পদবি ধরতে পারবো বলে কোনো দিনও মনে হয়নি; কিন্তু ঈশ্বরের ইচ্ছায় আমি এই পর্যন্ত এসেছি; এটা আমার জীবনে অনেক বড়ো প্রাপ্তি।[৩]
২০১৫ সালের ১১ই ডিসেম্বর নাডজা লেফটেন্যান্ট জেনারেল হন এবং তাকে সার্জন জেনারেলের নিয়োগ দেওয়া হয়; এছাড়াও তিনি মার্কিন সেনা মেডিক্যাল কমান্ডের অধিনায়কের দায়িত্ব একই সঙ্গে পেয়ে যান।[৮]
জার্মানিতে তিনি কাজ করেছিলেন মার্কিন সেনাবাহিনীর আঞ্চলিক মেডিক্যাল কমান্ডের অধিনায়ক হিসেবে, আর মার্কিন সেনাবাহিনীতে তিনি বেশ কয়েকটি ডিভিশন এবং কোরে কর্মরত ছিলেন।
পুরস্কার/পদকসমূহ
সম্পাদনামার্কিন সেনাবাহিনীর ডিসটিংগুইশড সার্ভিস ম্যাডেল[৯] | |
ডিফেন্স সুপিরিয়র সার্ভিস ম্যাডেল | |
লেজিয়ন অব মেরিট[৯] | |
ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস ম্যাডেল[৯] | |
মেরিটোরিয়াস সার্ভিস ম্যাডেল (মার্কিন সেনাবাহিনী)[৯] | |
আর্মি কমেন্ডেশন ম্যাডেল[৯] | |
আর্মি অ্যাচিভমেন্ট ম্যাডেল[৯] | |
জয়েন্ট মেরিটোরিয়াস ইউনিট অ্যাওয়ার্ড | |
নেভি ইউনিট কমেন্ডেশন | |
ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ম্যাডেল | |
সাউথওয়েস্ট এশিয়া সার্ভিস ম্যাডেল | |
কসোভো যুদ্ধ পদক | |
বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী সমরাভিযান পদক | |
কোরীয় প্রতিরক্ষা সেবা পদক | |
আর্মি সার্ভিস রিবন | |
আর্মি ওভারসিস সার্ভিস রিবন | |
প্রাক্তন যুগোশ্লাভিয়ার ন্যাটো ম্যাডেল[১০] | |
কুয়েত লিবারেশন ম্যাডেল | |
কুয়েত লিবারেশন ম্যাডেল - ২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Maj. Gen. Nadja Y. West Joint Chiefs of Staff Article View"। www.jcs.mil। Joint Chiefs of Staff। ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Maj. Gen. Nadja West was the first African American female Major General of the Army's active component and Army Medicine's first African-American female two-star general."। www.army.mil। U.S. Army। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
- ↑ ক খ JNSMA। "Army Medicine's First African American Female Two-Star General | JSNMA"। www.JNSMA.org। JNSMA। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
- ↑ Estrada, Sheryl। "First Black Woman Promoted to Three-Star Army General"। DiversityInc.com। DiversityInc। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬।
- ↑ Bash, Dana। "How a 3-star general overcame self-doubt"। CNN। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১৮।
- ↑ "West sworn in as Army surgeon general"। Army.mil। ARNEWS/MEDCOM। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭।
- ↑ Hubing, Kristin। "Major Medical | Medicine + Health"। Medicine + Health। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Tolleson, Maria। "Maj. Gen. Nadja West confirmed as 44th Army Surgeon General | The United States Army"। www.army.mil। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৫।
- ↑ ক খ গ ঘ ঙ চ "General Officer Management Office"। www.gomo.army.mil। GOMO। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Archived copy"। ২০১৫-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১২-১২।