নাডজা ওয়েস্ট

মার্কিন চিকিৎসক

নাডজা ইয়ুডিথ ওয়েস্ট (জন্মঃ ২০ মার্চ ১৯৬১) মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন প্রাক্তন জেনারেল। তিনি ছিলেন মার্কিন সেনাবাহিনীর ৪৪তম সার্জন জেনারেল এবং মার্কিন সেনা মেডিক্যাল কমান্ড-এর অধিনায়ক। চিকিৎসক হিসেবে নাডজা মার্কিন সেনাবাহিনীর প্রথম কৃষ্ণ সার্জন-জেনারেল এবং নারী কৃষ্ণাঙ্গ মানুষ হিসেবে প্রথম সক্রিয় মেজর-জেনারেল এবং সেনা চিকিৎসা শাখার প্রথম কৃষ্ণ নারী মেজর জেনারেল হিসেবে পরিগণিত হন।[][] এছাড়াও নাডজা মার্কিন সেনাবাহিনীর প্রথম নারী কৃষ্ণাঙ্গ যিনি লেফটেন্যান্ট জেনারেল পদবি ধরেছেন।[] যুক্তরাষ্ট্র সেনা একাডেমী থেকে প্রশিক্ষিত প্রথম নারী এই নাডজাই যিনি লেফটেন্যান্ট জেনারেল পদ অবধি এসেছেন।

নাডজা ওয়াই. ওয়েস্ট
জন্ম (1961-03-20) ২০ মার্চ ১৯৬১ (বয়স ৬৩)
ওয়াশিংটন ডি. সি., যুক্তরাষ্ট্র
আনুগত্যমার্কিন যুক্তরাষ্ট্র
সেবা/শাখামার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী
কার্যকাল১৯৮২-২০১৯
পদমর্যাদালেফটেন্যান্ট জেনারেল
নেতৃত্বসমূহমার্কিন সেনাবাহিনীর সার্জন জেনারেল
যুক্তরাষ্ট্র সেনাবাহিনী মেডিক্যাল কমান্ড
ইউরোপ আঞ্চলিক মেডিক্যাল কমান্ড[]
ওম্যাক সেনা হাসপাতাল
ম্যাকডোনাল্ড সেনা হাসপাতাল

পূর্ব জীবন

সম্পাদনা

ওয়াশিংটন ডি. সি.তে বেড়ে ওঠা নাডজা শিশু বয়সে একটি পরিবারের কাছে দত্তক হিসেবে এসেছিলেন, তখন তার বয়স ছিলো মাত্র দুই বছর; তার বাবা-মার পরিচয় জানা যায়না।[] নাডজার নামের শেষে ওয়েস্ট শব্দটি ছিলোনা; ছিলো গ্রামার শব্দটি। নাডজা উচ্চ বিদ্যালয়ের পাঠ চুকিয়ে মার্কিন সেনা একাডেমীতে যোগ দেন ১৯৭৮ সালে।[] ১৯৮২ সালে তিনি সেনা একাডেমী থেকে ২য় লেফটেন্যান্ট হিসেবে বের হন এবং এই চার বছর তিনি এমবিবিএস অধ্যায়ন করেন।[]

সামরিক জীবন

সম্পাদনা

নাডজা ২০১৩ সালের ১৯শে এপ্রিল মেজর জেনারেল পদবি লাভ করেন এবং বলেন, এতো বড়ো পদবি ধরতে পারবো বলে কোনো দিনও মনে হয়নি; কিন্তু ঈশ্বরের ইচ্ছায় আমি এই পর্যন্ত এসেছি; এটা আমার জীবনে অনেক বড়ো প্রাপ্তি।[]

২০১৫ সালের ১১ই ডিসেম্বর নাডজা লেফটেন্যান্ট জেনারেল হন এবং তাকে সার্জন জেনারেলের নিয়োগ দেওয়া হয়; এছাড়াও তিনি মার্কিন সেনা মেডিক্যাল কমান্ডের অধিনায়কের দায়িত্ব একই সঙ্গে পেয়ে যান।[]

জার্মানিতে তিনি কাজ করেছিলেন মার্কিন সেনাবাহিনীর আঞ্চলিক মেডিক্যাল কমান্ডের অধিনায়ক হিসেবে, আর মার্কিন সেনাবাহিনীতে তিনি বেশ কয়েকটি ডিভিশন এবং কোরে কর্মরত ছিলেন।

পুরস্কার/পদকসমূহ

সম্পাদনা
  কমব্যাট মেডিক্যাল ব্যাজ
  ফ্লাইট সার্জন ব্যাজ
  প্যারাশুটিস্ট ব্যাজ
  এয়ার এ্যাসল্ট ব্যাজ
  অফিস অব দ্য জয়েন্ট স্টাফ আইডেন্টিফিকেশন ব্যাজ
  আর্মি স্টাফ আইডেন্টিফিকেশন ব্যাজ
  ২৪ পদাতিক ডিভিশনের কমব্যাট সার্ভিস আনডেন্টিফিকেশনের ব্যাজ
  আর্মি মেডিক্যাল ডিপার্টমেন্ট রেজিমেন্টাল ব্যাজ
  জার্মান আর্মড ফোর্সেস ব্যাজ ফর মিলিটারি প্রফিশিয়েন্সি
মার্কিন সেনাবাহিনীর ডিসটিংগুইশড সার্ভিস ম্যাডেল[]
  ডিফেন্স সুপিরিয়র সার্ভিস ম্যাডেল
লেজিয়ন অব মেরিট[]
  ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস ম্যাডেল[]
মেরিটোরিয়াস সার্ভিস ম্যাডেল (মার্কিন সেনাবাহিনী)[]
  আর্মি কমেন্ডেশন ম্যাডেল[]
আর্মি অ্যাচিভমেন্ট ম্যাডেল[]
  জয়েন্ট মেরিটোরিয়াস ইউনিট অ্যাওয়ার্ড
  নেভি ইউনিট কমেন্ডেশন
ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ম্যাডেল
সাউথওয়েস্ট এশিয়া সার্ভিস ম্যাডেল
  কসোভো যুদ্ধ পদক
  বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী সমরাভিযান পদক
  কোরীয় প্রতিরক্ষা সেবা পদক
  আর্মি সার্ভিস রিবন
   আর্মি ওভারসিস সার্ভিস রিবন
  প্রাক্তন যুগোশ্লাভিয়ার ন্যাটো ম্যাডেল[১০]
  কুয়েত লিবারেশন ম্যাডেল
  কুয়েত লিবারেশন ম্যাডেল - ২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Maj. Gen. Nadja Y. West Joint Chiefs of Staff Article View"www.jcs.mil। Joint Chiefs of Staff। ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫ 
  2. "Maj. Gen. Nadja West was the first African American female Major General of the Army's active component and Army Medicine's first African-American female two-star general."www.army.mil। U.S. Army। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 
  3. JNSMA। "Army Medicine's First African American Female Two-Star General &#124 JSNMA"www.JNSMA.org। JNSMA। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 
  4. Estrada, Sheryl। "First Black Woman Promoted to Three-Star Army General"DiversityInc.comDiversityInc। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৬ 
  5. Bash, Dana। "How a 3-star general overcame self-doubt"CNN। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-১৮ 
  6. "West sworn in as Army surgeon general"Army.mil। ARNEWS/MEDCOM। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭ 
  7. Hubing, Kristin। "Major Medical | Medicine + Health"Medicine + Health। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. Tolleson, Maria। "Maj. Gen. Nadja West confirmed as 44th Army Surgeon General | The United States Army"www.army.mil। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৫ 
  9. "General Officer Management Office"www.gomo.army.mil। GOMO। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "Archived copy"। ২০১৫-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১২-১২