নাটকে পুলিৎজার পুরস্কার
পুরস্কার
নাটকে পুলিৎজার পুরস্কার হল সাহিত্য, নাটক ও সঙ্গীতের জন্য প্রদত্ত সাতটি পুলিৎজার পুরস্কারের একটি। এটি ১৯১৭ সালে পুলিৎজার পুরস্কার প্রদানের শুরুর সময়ে প্রবর্তিত সাতটি পুরস্কারের একটি। কিন্তু ১৯১৭ সালে প্রথম আয়োজনে চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয় এবং নাটকের জন্য কোন পুরস্কার প্রদান করা হয়নি।[১] নাটকের জন্য প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯১৮ সালে। পূর্ববর্তী বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ নাটকগুলোর জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
১৯৮০ সাল থেকে চূড়ান্ত পর্বের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়, এই তালিকায় সাধারণত চূড়ান্তভাবে মনোনীত তিনটি কাজের নাম উল্লেখ করা হয়।[২]
বিজয়ী ও মনোনীতদের তালিকা
সম্পাদনা১৯১৮-১৯১৯
সম্পাদনাবছর | সাহিত্যকর্ম | সাহিত্যিক | সূত্র |
---|---|---|---|
১৯১৮ | হোয়াই ম্যারি? | জেসি লিঞ্চ উইলিয়ামস | [৩] |
১৯১৯ | পুরস্কার প্রদান করা হয়নি | [৪] |
১৯২০-এর দশক
সম্পাদনাবছর | মঞ্চনাটক | নাট্যকার | সূত্র |
---|---|---|---|
১৯২০ | বিয়ন্ড দ্য হরাইজন | ইউজিন ওনিল | [৫] |
১৯২১ | মিস লুলু বেট | জোনা গেল | [৬] |
১৯২২ | অ্যানা ক্রিস্টি | ইউজিন ওনিল | [৭] |
১৯২৩ | আইসবাউন্ড | ওয়েন ডেভিস | [৮] |
১৯২৪ | হেল-বেন্ট ফার হেভেন | হ্যাচার হিউজ | [৯] |
১৯২৫ | দে ন্যু হোয়াট দে ওয়ান্টেড | সিডনি হাওয়ার্ড | [১০] |
১৯২৬ | ক্রেইগ্স ওয়াইফ | জর্জ কেলি | [১১] |
১৯২৭ | ইন আব্রাহাম্স বোজম | পল গ্রিন | [১২] |
১৯২৮ | স্ট্রেঞ্জ ইন্টারলুড | ইউজিন ওনিল | [১৩] |
১৯২৯ | স্ট্রিট সিন | এলমার রাইস | [১৪] |
১৯৪০-এর দশক
সম্পাদনাবছর | মঞ্চনাটক | নাট্যকার | সূত্র |
---|---|---|---|
১৯৪০ | দ্য টাইম অব ইওর লাইফ | উইলিয়াম সারোয়ান | [১৫] |
১৯৪১ | দেয়ার শ্যাল বি নো নাইট | রবার্ট ই. শেরউড | [১৬] |
১৯৪২ | পুরস্কার প্রদান করা হয়নি | [১৭] | |
১৯৪৩ | দ্য স্কিন অব আওয়ার টিথ | থর্নটন ওয়াইল্ডার | [১৮] |
১৯৪৪ | পুরস্কার প্রদান করা হয়নি | [১৯] | |
১৯৪৫ | হার্ভি | ম্যারি কোয়েল চেজ | [২০] |
১৯৪৬ | স্টেট অব দ্য ইউনিয়ন | রাসেল ক্রুজ, হাওয়ার্ড লিন্ডসে | [২১] |
১৯৪৭ | পুরস্কার প্রদান করা হয়নি | [২২] | |
১৯৪৮ | আ স্ট্রিটকার নেমড ডিজায়ার | টেনেসি উইলিয়ামস | [২৩] |
১৯৪৯ | ডেথ অব আ সেলসম্যান | আর্থার মিলার | [২৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "1917 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "Pulitzer Prize"। পুলিৎজার পুরস্কার। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1918 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1919 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1920 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1921 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1922 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1923 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1924 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1925 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1926 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1927 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1928 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1929 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1940 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1941 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1942 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1943 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1944 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1945 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1946 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1947 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1948 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "1949 Pulitzer Prizes"। পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে নাটকে পুলিৎজার পুরস্কার বিজয়ী সংক্রান্ত মিডিয়া রয়েছে।
টেমপ্লেট:পুলিৎজার পুরস্কার টেমপ্লেট:পুলিৎজার পুরস্কার - নাটক টেমপ্লেট:পুলিৎজার পুরস্কার - নাটক লেখক