নাজিরাবাদ ইউনিয়ন

মৌলভীবাজার জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

নাজিরাবাদ ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন।[][]

নাজিরাবাদ
ইউনিয়ন
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ।
নাজিরাবাদ সিলেট বিভাগ-এ অবস্থিত
নাজিরাবাদ
নাজিরাবাদ
নাজিরাবাদ বাংলাদেশ-এ অবস্থিত
নাজিরাবাদ
নাজিরাবাদ
বাংলাদেশে নাজিরাবাদ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৬′২৬.৯৯৯″ উত্তর ৯১°৪০′২১.০০০″ পূর্ব / ২৪.৪৪০৮৩৩০৬° উত্তর ৯১.৬৭২৫০০০০° পূর্ব / 24.44083306; 91.67250000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলামৌলভীবাজার জেলা
উপজেলামৌলভীবাজার সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহাজী সৈয়দ এনামুল হক রাজা
আয়তন
 • মোট৪,৩৩০ হেক্টর (১০,৬৯৯ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৪,৫৮৫
 • জনঘনত্ব৫৭০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৫৮ ৭৪ ৮৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ইতিহাস

সম্পাদনা

ব্রিটিশ আমলের আসাম প্রদেশের ব্যবস্তাপক সভার সদস্য মরহুম নজির উদ্দিন আহমদ সাহেবের নামানুসারে ১০নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

ইউনিয়নের ৫২ গ্রাম আছে।[]

  • ওয়ার্ড ০১: রাতগাঁও, উত্তর নারাইনপাশা
  • ওয়ার্ড ০২: আগনসী, সীতাশ্রী, উদারাই, উত্তর আটঘর, কোনাপাড়া
  • ওয়ার্ড ০৩: দুঘর, কেদিয়া, কোনাগাঁও, নাজিরাবাদ
  • ওয়ার্ড ০৪: বরইউড়ি, হাজী মিছকিন, হোসেনপুর
  • ওয়ার্ড ০৫: আটঘর, নতুন চক, চৌমুহনী, যতরপুর, কল্যাণপুর, মানিকপুর
  • ওয়ার্ড ০৬: নারাইনপাশা, নোয়াগাঁও, কামালবাজার
  • ওয়ার্ড ০৭: মর্দনহাল, বৈদ্যজ্ঞাতী, গোবিন্দপুর
  • ওয়ার্ড ০৮: জ্যাকান্দি, কমলাকলস, লামা কমলাকলস, স্বল্প জ্যাকান্দি
  • ওয়ার্ড ০৯: ছিকরাইল, নোয়াগাঁও, দশকাহনিয়া
  • ওয়ার্ড পাওয়া যায় নি: দাপারপাড়, দাশপাড়া, শ্রীপুর, শুনগড়ি, বারইখালী, দামদশী, বিরাইমপুর, ঘোড়াছাও, ভুগরকাংশাইল, রামকোনা, লম্বধরপুর, বেটুয়াখালী, মানিকহাও

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের তালিকা
নাম প্রতিষ্ঠাকাল প্রধান শিক্ষক
নাজিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় বিপ্লব কুমার রায়
উত্তর আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮৮৬
বৈদ্যজ্ঞাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯২৫ আশরাফ আহমদ কোরেশী
গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৭ মোহাম্মদ মুজিবুর রহমান
বরইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯২৩ জয়শ্রী দাস
নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭০ শুক্লা রাণী দাস
দশকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭৯০ নকুল চন্দ্র নমঃশূদ্র
আগনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮৯৮ মোহাম্মদ বদরুল আমিন
জ্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮০২ সুলেকা নন্দি
নারাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯০৩ বাসন্তী রাণী দত্ত
কমলাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫৮ কাজী খালেদা সুলতানা
আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯০০ শান্তা রাণী গোস্বামী
হোসেনপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ১৯৯৬ জরিনা বেগম
বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯২৯ বীনা পানি দেব
বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯০২ রুমা রাণী পণ্ডিত
ছিকরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় আব্দুল বাছিত
সমশেরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সুমন কান্তি রায়

দর্শনীয় স্থান

সম্পাদনা

আগনসী পুরাতন মসজিদ। লোকশ্রুতি অনুযায়ী এই মসজিদ কবে স্থাপিত সেটা সবার অজানা। এর ভিত্তিপ্রস্তরও অনেক ভিন্ন।

বড়ইউড়ি গ্রামের জাহাজের মাস্তুল। জনশ্রুতি আছে, এই অত্র এলাকা সাগর ছিল বহু আগে,জাহাজ আসা যাওয়া করতো,কোনো কারণে এই জাহাজ ডুবে যায় আর এখানেই রয়ে যায়।


উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

মুসলেহ উদ্দিন তারেক৷ প্রফেসর ;শাবিপ্রবি।

ডা. ছয়েফ উদ্দিন সপু, প্রফেসর; বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ।

ফয়েজ আহমদ। প্রফেসর; মৌলভীবাজার সরকারী কলেজ, মৌলভীবাজার।

মুসলিম মিয়া। সাবেক প্রিন্সিপাল, জগৎসী এম সাইফুর রহমান গোপাল কৃষ্ণ উচ্চ বিদ্যালয়।

রুহুল আমিন। প্রতিষ্ঠাতা, হাজী মুজেফর আগনসী দাখিল মাদ্রাসা।

হাফিজা খাতুন। প্রধান শিক্ষক;আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

নজির উদ্দিন৷ তৎকালীন আসামের প্রাদেশিক পরিষদের নির্বাহী।

এম এ রহিম। সিআইপি, প্রতিষ্ঠাতা মখলিছুর রহমান ডিগ্রি কলেজ।

আব্দুল হামিদ। উদারাই গ্রামে বসতি স্থাপনকারী প্রথম ব্যক্তি।

মাহমুদুর রহমান, চেয়ারম্যান।


জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ তৈয়ব আলী ১৯৮৩ - ১৯৮৮
০২ মোহাম্মদ মাজেদুল ইসলাম সরকার ১৯৮৮ - ১৯৯৩
০৩ কফিল উদ্দিন ১৯৯৩ - ১৯৯৮
০৪ শাহ আলম সরকার ১০-০২-৯৮ - ০৯-০২-১০
০৫ হাজী সৈয়দ এনামুল হক রাজা ১৭-০৮-১৬ - বর্তমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নাজিরাবাদ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "মৌলভীবাজার সদর উপজেলা"বাংলাপিডিয়া। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা"১০নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ। ১০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০