নাজনীন (ভারতীয় অভিনেত্রী)
নাজনীন হচ্ছেন ভারতের একজন সাবেক চলচ্চিত্র অভিনেত্রী। পঞ্চাশের দশকে জন্ম নেওয়া নাজনীন হিন্দি চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন সত্তরের দশকে যদিও অভিনয় জগতে সুনাম অর্জন করতে পারেননি তিনি আর পরে তিনি টেলিভিশন নাটকের অভিনেত্রী হিসেবে যোগ দেন আশির দশকে। ১৯৭২ সালে কালজয়ী গায়ক কিশোর কুমারের ভাই অশোক কুমার অভিনীত একটি স্বল্প পরিচিত চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন নাজনীন, আর সেই চলচ্চিত্রটির নাম ছিলো 'সারেগামাপা', চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সত্যেন বসু। নাজনীর এরপর কোরা কাগজ (১৯৭৪), চলতে চলতে (১৯৭৬) এবং দিলদার (১৯৭৭)-এর মত কিছুটা সফল চলচ্চিত্রে অভিনয় করেন।[২] নাজনীনের মূল পরিচয় যে তিনি ডিডি ন্যাশনাল-এ প্রচারিত নাটক 'মহাভারত'-এ কুন্তী চরিত্রে অভিনয় করেছিলেন, নাটকটি আশির দশকের শেষের দিকে প্রচারিত হত।[৩][৪]
নাজনীন | |
---|---|
জন্ম | নাজনীন ২৩ ফেব্রুয়ারি ১৯৫৮[১] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭২-১৯৯০ |
পূর্ব জীবন
সম্পাদনানাজনীনের জন্ম ১৯৫৮ সালে কোলকাতাতে হয়েছিলো একটি বাঙালি মুসলিম পরিবারে। তার বাবার একটি প্রিন্টিং প্রেস ছিলো, আগে তারা কোলকাতাতে থাকতেন, পরে লক্ষ্ণৌতে যান এবং সবশেষে মুম্বইতে আসেন। মুম্বইয়ের হিল গ্র্যাং হাই স্কুলে পড়তেন নাজনীন যেখানে অভিনেত্রী নীতু সিংও পড়তেন;[৫] নীতু আর নাজনীন মুম্বইতে থাকাকালীন নীতু নাজনীনকে তাদের বাসায় এনে খাওয়াতেন।[৬]
কর্মজীবন
সম্পাদনানাজনীন একদা তার একটি আত্মীয়দের দ্বারা অনুষ্ঠানে যান এবং সেখানে প্রযোজক ইউসুফ তীরন্দাজওয়ালা এবং পরিচালক সত্যেন বসু নাজনীনকে দেখতে পান আর নাজনীন সুযোগ পেয়ে যান অভিনয় করার, 'সারেগামাপা' চলচ্চিত্রে কাজ করার জন্য নাজনীন চুক্তিবদ্ধ হন।[৫]
সত্যেন বসু নাজনীনকে আরো দুটো চলচ্চিত্রে অভিনয় করার জন্য স্বাক্ষর করেন কিন্তু চলচ্চিত্রদুটি তৈরি হতে পারেনি। সত্যেন বসুর মত একজন পরিচালকের অধীনে কাজ করার জন্য নাজনীনের অনেক লাভ হয়েছিলো। সত্যেন বসু নাজনীনের নাম পরিবর্তন করে সুপর্ণা রাখতে চেয়েছিলেন যেটা নাজনীনের স্ক্রীন নেম হতে গিয়েছিলো, কেউ কেউ নাজনীনের নাম সোনালিও রাখতে গিয়েছিলো তবে নাজনীন তার নাম বদলাননি।[৫]
১৯৭৪ সালে মুক্তি পায় কোরা কাগজ চলচ্চিত্রটি যেটাতে নাজনীন জয়া ভাদুড়ির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন, চলচ্চিত্রটি প্রশংসিত হয়েছিলো, নাজনীনের অভিনয়েরও মানুষ প্রশংসা করেছিলো। মানুষ বলছিলো কোরা কাগজ-এ অভিনেত্রী জয়া ভাদুড়ির বোনের চরিত্র মেয়েটি (নাজনীন) ভালোই করেছে।[৫]
নাজনীন বারবার বিভিন্ন চলচ্চিত্রে বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলেন কিন্তু ঐগুলো নিচ্ছিলেননা, তিনি অনেক নিম্নরুচি সম্পন্ন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পাচ্ছিলেন। আশির দশক পর্যন্ত তিনি অনেক আজেবাজে চলচ্চিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nazneen"। starsunfolded.com।
- ↑ T.M. Ramachandran (১৯৭৮)। Film World Volume 14।
- ↑ "After Ramayan, Doordarshan announces the comeback of three more shows including Shah Rukh Khan's Circus"। bollywoodhungama.com। ২৮ মে ২০২০।
- ↑ Srishti Magan (১৮ এপ্রিল ২০২০)। "Then & Now: With 'Mahabharat' Back On DD, We Decided To Find Out More About the Iconic Starcast"। scoopwhoop.com।
- ↑ ক খ গ ঘ "Nazneen - Interview I (1976) on Cineplot"। ১০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "Nazneen - Interview II (1978) on Cineplot"। ১৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাজনীন (ইংরেজি)