নাছিম আখতার

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য

নাছিম আখতার (জন্ম: ১০ জানুয়ারি ১৯৭৩) একজন বাংলাদেশী কম্পিউটার প্রকৌশলী। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) প্রথম উপাচার্য।[]

অধ্যাপক ড.
নাছিম আখতার
প্রথম উপাচার্য
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৫ জানুয়ারি ২০২১ – ৮ অক্টোবর ২০২৪
পূর্বসূরীঅফিস সৃষ্টি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-01-10) ১০ জানুয়ারি ১৯৭৩ (বয়স ৫১)
পাবনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতামনোয়ারা বেগম
পিতালুৎফর রহমান
প্রাক্তন শিক্ষার্থীইউক্রেন জাতীয় কারিগরি বিশ্ববিদ্যালয়, ইউক্রেন
মস্কো স্টেট একাডেমি অফ ফাইন কেমিক্যাল টেকনোলজি, রাশিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

নাছিম আখতার ১৯৭৩ সালের ১০ জানুয়ারি পাবনায় জন্মগ্রহণ করেন। তার বাবা লুৎফর রহমান এবং মা মনোয়ারা বেগম। তিনি ইউক্রেনের কিয়েভে অবস্থিত ইউক্রেন জাতীয় কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে তিনি রাশিয়ার মস্কো স্টেট একাডেমি অফ ফাইন কেমিক্যাল টেকনোলজি থেকে ডেটা ওয়্যারহাউজ ও মাইনিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

আখতার ১৯৯৮ সালে অর গেট কম্পিউটার, ঢাকা, বাংলাদেশ-এ কম্পিউটার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি এবং ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি-তে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি আখতার বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ডুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক, সিন্ডিকেট সদস্য, আবাসিক হলের প্রভোস্ট, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও কোয়ালিটি অ্যাসিওরেন্স ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে ভূমিকা পালন করেন।[]

নাছিম আখতার ২০২১ সালের ২৫ জানুয়ারি পরবর্তী চার বছরের জন্য চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[] তবে ২০২৪ সালের ৮ অক্টোবর তাকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।[]

গবেষণাকর্ম ও প্রকাশনা

সম্পাদনা

আখতার একাধিক বই ও উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা নিবন্ধের রচয়িতা। তিনি নিয়মিত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান করেন। আখতার একাধিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণাপত্র মূল্যায়ন কমিটির সদস্য। তিনি দেশে-বিদেশে বহু সম্মেলনে যোগদান ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়াও দৈনিক পত্রিকাসমূহে সমসাময়িক বিষয়, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তিনি নিয়মিত কলাম লেখেন।[]

সদস্যপদ

সম্পাদনা

আখতার বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. নাছিম"দৈনিক আমাদের সময়। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  2. "অধ্যাপক ড. মো. নাছিম আখতারের জীবনবৃত্তান্ত"ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  3. "চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটির প্রথম ভিসি অধ্যাপক নাছিম"যুগান্তর। ৩০ জানুয়ারি ২০২১। ২ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  4. "চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে অধ্যাপক নাছিম আখতারকে অব্যাহতি"আজকের পত্রিকা। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৪