নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজ
নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় অবস্থিত। এই কলেজটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২][৩]
ধরন | সরকারি কলেজ |
---|---|
ইআইআইএন | ১০৬১৬১ |
অবস্থান | |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয়, কুমিল্লা শিক্ষা বোর্ড |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
ইতিহাস
সম্পাদনানাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ১৯৭৩ সালে নাঙ্গলকোট কলেজ নামে শুরু হয়। প্রথমে কলেজটি মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে শুরু করেন নাঙ্গলকোট এ.আর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল গফুর বি.এস.সি। তিনি নামে মাত্র দায়িত্ব পালন করেন। কয়েক বছর গুনবতী কলেজের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজটি ৪ বছর বন্ধ অবস্থায় থাকে। শুরুতে প্রতিষ্ঠানের সাথে যারা ছিলেন তারা হলেন, এ.কে.এম রফিকুজ্জামান, আবদুর রউফ, মাস্টার আলী আশ্রাফ, জাকের হোসেন, ইসহাক মিয়া সহ এলাকার অনেক গণ্য-মান্য ব্যক্তি বর্গ। বন্ধ থাকাকালীন অবস্থায় কলেজের এই ক্রান্তিকালে ১৯৮৪ সালে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ডা. এ.কে.এম কামরুজ্জামান প্রতিষ্ঠানটির হাল ধরেন। শিক্ষকের বেতন, অবকাঠামোর পরিবর্তন, লাইব্রেরী, বিজ্ঞানাগার তৈরী করতে এবং এলাকায় শিক্ষার আলো ছড়ানোর জন্য তিনি প্রায় লক্ষ-লক্ষ টাকা ব্যয় করেন। ১৯৮৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানুয়ারি মাসে কলেজটি পরিদর্শন করেন ডা. এ.কে.এম কামরুজ্জমান এর একান্ত প্রচেষ্টা, নিরলস পরিশ্রম ও সহযোগিতায় ১৯৮৪ সাল তৎকালীন শিক্ষামন্ত্রী নাঙ্গলকোটে এসে, ৯-ই ফেব্রুয়ারি কলেজটি “নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল উচ্চমাধ্যমিক কলেজ" নামে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৯৮৪ সালে ডা. এ.কে.এম কামরুজ্জামান কলেজের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৪-৮৮ সাল পর্যন্ত তিনি শিক্ষকদের বেতন সহ অন্যান্য ব্যয় মেটাতে অনেক টাকা ব্যয় করেন। ১৯৮৮ সালের ৩০ শে জুন কলেজটি এমপিও ভুক্ত হয়। কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে কামরুজ্জমানকে স্বীকৃতি দেওয়া হয়। তারই প্রচেষ্টায়, ১৯৯৩ সালে কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত হয়।
অবকাঠামো
সম্পাদনা১৯৯০-এর পর মহাবিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন শুরু হয়। মহাবিদ্যালয়ের শিক্ষাদানের ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ গড়ে উঠে। প্রতিষ্ঠাতা ডা. এ.কে.এম. কামরুজ্জামান-এর প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়-কলেজে রূপান্তর, বিজ্ঞানাগার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, লাইব্রেরির উন্নয়নসহ অনেক নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবর্তমানে মহাবিদ্যালয়ে, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৪০০ জন ছাত্র/ছাত্রী ও স্নাতক-ডিগ্রিতে ৮০০ ছাত্র/ছাত্রী রয়েছে। শিক্ষাপদ্ধতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। নিয়মিত ক্লাস নেওয়া, অংশগ্রহণমূলক শিক্ষাদান, প্রতিমাসে ক্লাস-ইনকোর্স পরীক্ষা নেওয়া, মোবাইলের মাধ্যমে ছাত্র/ছাত্রী এবং অভিভাবকদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। বোর্ড/জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পূর্বে মডেল টেস্ট নেওয়া এবং ছাত্র/ছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অর্জন
সম্পাদনা১৯৯১ হতে ২০০৩ সাল পর্যন্ত প্রতিবারই মহাবিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা কৃতিত্বের পরিচয় দেয়। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম অর্জন করতে থাকে। উপজেলা থেকে শ্রেষ্ঠ মহাবিদ্যালয় হিসেবে কয়েক বার পুরষ্কৃত করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nangalkot Hasan Memorial Degree College"। comillaboard.gov.bd। ১৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "জাতীয় বিশ্ববিদ্যালয়"। wikipedia.org। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "NANGALKOT HASAN MEMORIAL DEGREE COLLGE"। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।