নাগিব মাহফুজ

মিশরীয় লেখক

নাগিব মাহফুজ(আরবি: نجيب محفوظ) (জন্ম: ডিসেম্বর ১১, ১৯১১ - মৃত্যু: আগস্ট ৩০, ২০০৬) নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। নাগিব মাহফুজ ১৭ বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। ১৯৩৯ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। জীবদ্দশায় ৩০টি উপন্যাস লিখেলও ১৯৫৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে প্রকাশিত কায়রো ট্রিলজি তাকে আরব সাহিত্যের এক অনন্য উচ্চতায় তুলে ধরেন। এতে তিনি ইংরেজ শাসন থেকেমুক্ত হওয়ার সময়কালে মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা ফুটিয়ে তোলেন । এ উপন্যাসের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নাগিব মাহফুজের উপন্যাসের প্রায় অর্ধেকেরও বেশীর চলচ্চিত্রায়ন হয়েছে। উপন্যাসের পাশাপাশি তিনি ১০০ টিরও বেশি ছোটগল্প রচনা করেছেন। এগুলির বেশীর ভাগই পরে ইংরেজিতে অনুদিত হয়েছে।

আরবী উপন্যাসের রাজকুমার

নাগিব মাহফুজ
জন্ম১১ ডিসেম্বর ১৯১১
কায়রো, মিশর
মৃত্যু৩০ আগস্ট ২০০৬(2006-08-30) (বয়স ৯৪)
সমাধিস্থলমিশর
পেশাঔপন্যাসিক
ভাষাআরবী
জাতীয়তামিশরীয়
শিক্ষা প্রতিষ্ঠানকায়রো বিশ্ববিদ্যালয়
সময়কাল১৯৩২-২০০৪
বিষয়মিশরীয় জীবনধারা
সাহিত্য আন্দোলনবাস্তবমুখী সাহিত্য
উল্লেখযোগ্য রচনাবলিমিদাক গলি, কায়রো ট্রিলজি , আমাদের প্রতিবেশী
উল্লেখযোগ্য পুরস্কার১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
১৯৬০ এর দশকে মাহফুজ

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

নাগিব মাহফুজ মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার কঠোর ইসলামি অনুশাসন মেনে চলত। তিনি একজন লেখক হবেন তা কল্পনাতেও ভাবেন নি।"[] মাত্র সাত বছর বয়সে তিনি মিশরীয় বিপ্লবে ১৯১৯ অংশ গ্রহণ করেন। তার উপর একটি বড় প্রভাব পরে। ব্রিটিশ সৈন্যদের তিনি খুব কাছ থেকে প্রায়ই বিক্ষোভকারী ঈমানদার নারীপুরুষদের উপর অগ্নিসংযোগ করতে দেখেন। তার প্রথম দিকের বছর গুলোতে, মাহফুজ নিষ্পাপ নিষ্কলঙ্ক ও হাফিজ নাজিব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তার মাধ্যমিক পরীক্ষার পরে, তিনি দর্শন বিভাগে ১৯৩০ সালে ভর্তি হন মিশরীয় বিশ্ববিদ্যালয় (বর্তমানে কায়রো বিশ্ববিদ্যালয়)। ১৯৩৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর ১৯৩৬ সালে দর্শনের গবেষণা কাজে একটি বছর অতিবাহিত করেন। পরে তিনি গবেষণা পরিত্যাগ করেন এবং একটি পেশাদার লেখক হয়ে যান। মাহফুজ তারপর আল-রিসালায়ের জন্য একজন সাংবাদিক হিসেবে কাজ করেন, এবং এল-হিলাল এবং আল-আহরাম ছোটোগল্প লিখতে অবদান রাখেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Rasheed El-Enany (২৫ জুন ১৯৯৩)। Naguib Mahfouz: The Pursuit of Meaning। Psychology Press। আইএসবিএন 978-0-415-07395-0। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১২ 
  2. Charlotte El Shabrawy (Summer ১৯৯২)। "Naguib Mahfouz, The Art of Fiction No. 129"The Paris Review। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১২