নাগরী ইউনিয়ন

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

নাগরী ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[]

নাগরী
ইউনিয়ন
৮নং নাগরী ইউনিয়ন পরিষদ
নাগরী ঢাকা বিভাগ-এ অবস্থিত
নাগরী
নাগরী
নাগরী বাংলাদেশ-এ অবস্থিত
নাগরী
নাগরী
বাংলাদেশে নাগরী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৮′২″ উত্তর ৯০°৩৪′১২″ পূর্ব / ২৩.৯৬৭২২° উত্তর ৯০.৫৭০০০° পূর্ব / 23.96722; 90.57000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকালীগঞ্জ উপজেলা, গাজীপুর উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৫.১৭ বর্গকিমি (১৩.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩০,৫৭৬
 • জনঘনত্ব৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

ইতিহাস

সম্পাদনা

কালের স্রোতদ্বারা বহনকারী শীতলক্ষার তীরে গড়ে ওঠা কালীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নাগরী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ নাগরী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

জনসংখ্যা

সম্পাদনা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

গ্রামের নাম ও ওয়ার্ড নং

সম্পাদনা
ওয়ার্ড নং গ্রামের নাম
১ নং নলছাটা, বিরুয়া, লুদুরিয়া, সুজাপুর, করান, দোয়ানী
২ নং পিপুলিয়া, কাকানিয়া, শিমুলিয়া
৩ নং ধনুন, রয়ান, নাগরী, ভুরুলিয়া, তিরিয়া, ছাইতান
৪ নং রাথুরা, বেলুন, গলান, কুটর আটি
৫ নং পানজোরা, চানখোলা
৬ নং বিরতুল, পারোয়ান, ভাসানিয়া, বাগদী, গারারিয়া
৭ নং বাসাবাসি, কালিকুটি, বড়কাউ, পাড়াবথা, মাথৈল, গুচ্ছ গ্রাম
৮ নং মঠবাড়ী, মাল্লা, কেটুন, কুচিলা

া বাড়ী, মিরারটেক, উলুখোলা, সেনপাড়া, বাইমাকান্দা

৯ নং টাহরদিয়া, বড় দাহিন্দী, ছোট দাহিন্দী, নগরভেলা, তেঁতুইবাড়ী, বাগবাড়ী, রায়েরদিয়া, তালিয়া, কুলুন, হাটখোলা, কড়াইহাটি

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

 যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

নাগরী ইউনিয়নের মধ্য দিয়ে চলে গেছে হাইওয়ে তথা বিশ্বরোড। যা মিরের বাজার, গাজীপুর চৌরাস্তা, কাপাসিয়া হয়ে রাজশাহী মহাসড়কে যাওয়া যায়। এই মহাসড়কে চৌরাস্তায় পরিণত করেছে টঙ্গী-গাজীপুর সড়ক যা গাজীপুর চৌরাস্তা নামে সবার কাছে পরিচিত। এই ইউনিয়নের প্রাণকেন্দ্র উলুখোলা এবং নাগরী বাজার। এই বাজার থেকে উত্তরে নলছাটা গ্রাম এবং টঙ্গী কাগীগঞ্জ ম্যানরোড় পাকা রাস্তা চলে গেছে ঘোড়ারশাল। এই বাজার থেকে পশ্চিমে রায়েরদিয়া বাজার। এই রাস্তা দিয়ে টঙ্গী আব্দুলাপুর বাজারে খুব সহজে পৌছানো য়ায়। এই বাজার থেকে দক্ষিণে এশিয়ান বাইপাস রাস্তা এবং পূর্বাচল সিটি। এই বাজার থেকে নাগরী হয়ে ভূরুলিয়া পাকা রাস্তা। এসব গ্রামে যাওয়ার মাধ্যম হল রিকশা, অটো রিকশা, সিএনজি, টেম্পু ইত্যাদি।

 ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

 খাল ও নদী

সম্পাদনা

হাট-বাজার

সম্পাদনা
  • উলুখোলা বাজার
  • নাগরী বাজার
  • রায়েরদিয়া বাজার
  • আমারোল বাজার
  • বরকাউ বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা

নাগরী গীর্জা

অর্থনীতি

সম্পাদনা

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা

সম্পাদনা

কৃতি ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ অলিউল ইসলাম অলি

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নাগরী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা