নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে গিরীণ চক্রবর্তী রচিত এবং সুরারোপিত একটি জনপ্রিয় লোকসঙ্গীত।[] গানটি গেয়েছেন আব্বাস উদ্দিন আহমেদ

"নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে"
আব্বাস উদ্দিন আহমেদ কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
ধারাপল্লীগীতি
লেখকগিরীণ চক্রবর্তী
সুরকারগিরীণ চক্রবর্তী

গানের কথা

সম্পাদনা

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে

ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া।।

উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে (আরে)।
আথালি পাথালি পানি ছলাৎ ছলাৎ করে রে।

আরে খল খলাইয়া হাইসা উঠে
বৈঠার হাতল চাইয়া হাসে, বৈঠার হাতল চাইয়া।।

ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে
তির তিরাইয়া নাওয়ের খৈয়াই রোইদ তুফান মাপে,
মাপে রোইদ তুফান মাপে

চিরলি পিরলি পুলে ভ্রমর-ভ্রমরী খেলে রে (আরে)।
বাদল উদালি কায়ে পানিতে জমিতে হেলে রে

আরে তুর তুরাইয়া আইলো দেওয়া দ্বীপ্তি হাতে লইয়া

আইলো দ্বীপ্তি হাতে লইয়া।

শালি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে
চিকমিকাইয়া হাসে রে চান সইশা ক্ষেতের ফাকে
ফাকে সইশা ক্ষতের ফাকে

সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী (আরে)।
মিতালী পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে

আরে ঝিলমিলাইয়া খালর পানি নাচে থৈইয়া থৈইয়া

পানি নাচে থৈইয়া থৈইয়া।।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে"http://banglasonglyrics.com। ২০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৩  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)