নাইম আখতার (রাজনীতিবিদ)

ভারতীয় রাজনীতিবিদ

সৈয়দ নাঈম আখতার আন্দ্রাবি জম্মু ও কাশ্মীর রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসাবে জম্মু ও কাশ্মীর বিধান পরিষদের সদস্য। তিনি মেহবুবা মুফতি সরকারের গণপূর্ত মন্ত্রী ছিলেন।

সৈয়দ নাইম আখতার আন্দ্রাবি
জম্মু এবং কাশ্মীর বিধান পরিষদের সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ২০১৩ – আগস্ট ২০১৯ (পরিষদ বিলুপ্ত হয়)
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ মার্চ ১৯৫২
বান্দিপোরা, কাশ্মীর
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলজম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি
বাসস্থানবান্দিপোরা, জম্মু এবং কাশ্মীর, ভারত[]
প্রাক্তন শিক্ষার্থীকাশ্মীর বিশ্ববিদ্যালয় (বিএসসি)[]
পেশারাজনীতিবিদ
জীবিকাসরকারি কর্মকর্তা[]
দফতরপাবলিক ওয়ার্কস মন্ত্রক

রাজনৈতিক কর্মজীবন

সম্পাদনা

২০১০ সালের কাশ্মীরের অস্থিরতার সময় আখতার দলের তৎকালীন মুখপাত্র ন্যাশনাল কনফারেন্স পার্টি এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সমালোচনা করতেন।[]

আখতার জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসাবে ৭ মার্চ ২০১৩-এ আইন পরিষদে নির্বাচিত হন।[] ২০১৫ সালে আখতারকে মুফতি মোহাম্মদ সাঈদ সরকারে শিক্ষামন্ত্রী করা হয়।[]

২০১৫ সালের সেপ্টেম্বরে আখতার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের, যেমন অভিভাবক, শিক্ষক এবং ছাত্রদের কাছ থেকে অভিযোগ শোনার জন্য তার ব্যক্তিগত অফিসে একটি হেল্পলাইন নম্বর ইনস্টল করেন।[] তিনি রাজনীতি ও শিক্ষাকে আলাদা করার পক্ষেও বলেছেন।[]

২০১৭ সালের ফেব্রুয়ারিতে একটি মন্ত্রিসভা রদবদলে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আখতারকে "পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট" বরাদ্দ করেন। আলতাফ বুখারি তার ছেড়ে যাওয়া দপ্তরে প্রতিস্থাপন হন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

আখতার ২০১৬ সালের কাশ্মীর অশান্তির সমালোচক ছিলেন। অশান্তির সময় বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো আবার চালু করার কারণে তাকে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা থেকে হুমকি দেওয়া হয়।[]

২০১৬ সালের আগস্টে আখতারের শ্রীনগরের বাসভবনে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়।[]

আখতারকে তার দলের বিধায়ক আবিদ আনসারি "দল নষ্ট করার" জন্য দায়ী করেন এবং তাকে বহিরাগত সংস্থার অধীনে কাজ করার অভিযোগ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Syed Naeem Akhtar Andrabi"। My Neta। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭ 
  2. "Naeem Akhtar: The rise of an outsider in PDP"। News Despatch। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭ 
  3. "Naeem Akhtar takes oath as MLC"। Greater Kashmir। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  4. "Naeem Akhtar Inducted in J&K Ministry"। Outlook India। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  5. "Akhtar sets up helpline"। Greater Kashmir। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  6. "Keep politics out of education: Naeem Akhtar"। Kashmir Reader। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  7. "Altaf Bukhari new education minister, Naeem Akhtar Public Works, Basharat is Horticulture Minister"। The Kashmir Monitor। ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  8. "LeT threat to Jammu and Kashmir Education minister Naeem Akhtar, security beefed-up"। Indian Express। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  9. "Petrol bombs hurled at J&K Education Minister Naem Akthar's house"। Indian Express। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭