নহুম অ্যান্ড সন্স

ভারতের একটি বেকারি

নহুল অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি ভারতীয় বেকারি। এটি শহরের প্রাচীনতম ইহুদি বেকারির দোকান।[]

নহুম অ্যান্ড সন্স
গঠিত১৯০২
ধরনবেকারি
অবস্থান
স্থানাঙ্ক২২°৩৩′৩৭″ উত্তর ৮৮°২১′১১″ পূর্ব / ২২.৫৬০২৮৬৬° উত্তর ৮৮.৩৫৩০২৯৪° পূর্ব / 22.5602866; 88.3530294

অবস্থান

সম্পাদনা

নহুন অ্যান্ড সন্স পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিউ মার্কেটের বারট্রাম স্ট্রিটে অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

নহুম ইসরায়েল মর্দেকাই নামক একজন বাগদাদি ইহুদি মধ্যপ্রাচ্য থেকে ব্রিটিশ আমলে কলকাতায় আসেন। তিনি ১৯০২ সালে একটি বেকারির দোকান প্রতিষ্ঠা করেন,[] যা নিউ মার্কেট এলাকার হগ মার্কেটে অবস্থিত ছিল।[] সেসময় তিনি রুটি জাতীয় পণ্য ও পনির বাড়িতে বাড়িতে বিক্রি করতেন। ১৯১৬ সালে দোকানটি বর্তমান ঠিকানায় স্থানান্তর করা হয়। নহুমের পর তার পুত্র ইলিয়াস দোকানের দায়িত্ব নেন। ১৯৬৪ সালে ইলিয়াসের মৃত্যুর পর তার পুত্র তৃতীয় প্রজন্মের ডেভিড নহুম দোকানটির দায়িত্ব গ্রহণ করেন।[][] ২০১৩ সালে ডেভিড মারা যাওয়ার পর, তার ভাই ইসহাক দোকানের দায়িত্ব নেন।[]

নহুম অ্যান্ড সন্স বিস্কুট, ডিমের চপ, প্যানট্রাস, ম্যাক্রন কেক, ব্রাউনি কেক, সুগন্ধি মার্জিপান-ফাজ কেক, প্লেইন কেক মাদেইরা, হানি লাইট প্লাম কেক, রয়্যাল স্পেশাল ফ্রুট কেক, প্লাম পুডিং কেক, রিচ প্লাম কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, পিজ্জা, কিমা পাই টার্ট ইত্যাদি বিক্রি করে।[] এটি রাম বল ও পনির পাফের জন্য বিখ্যাত।[]

কিংবদন্তি

সম্পাদনা

এটা বলা হয় যে ক্যান্টারবারির আর্চবিশপ জিওফ্রে ফিশার নহুম অ্যান্ড সন্সের ফ্রুট কেক খেয়ে এটিকে নিজের খাওয়া কেকগুলোর মধ্যে সেরা কেক বলেছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সুন্দর, কল্পনা (১৮ জানুয়ারি ২০২০)। "Of Mishti, Mughals and Noodles: A history of Kolkata's street food"ফোর্বেস ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। 
  2. "The last Jewish bakery of Kolkata"ইন্ডিয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। ১২ এপ্রিল ২০২১। 
  3. "Nahoum's loses its man behind the till"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ৮ এপ্রিল ২০১৩। 
  4. এস শর্মা, মিহির (৩ এপ্রিল ২০১০)। "O Calcutta!"দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। 
  5. "শয্যাশায়ী, কল্পনাতেই শহর দেখেন নাহুম"এই সময় সংবাদপত্র। ২০ ডিসেম্বর ২০১২। 
  6. "Nahoum's owner dies, bakery lives on"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০১৩। 
  7. বসু, ঋজু (৩০ ডিসেম্বর ২০১৮)। "নাহুমের সুগন্ধে বুঁদ বর্ষশেষ"আনন্দবাজার পত্রিকা 
  8. নন্দী, কথাকালী (২৩ ডিসেম্বর ২০১৭)। "All that is left of the Jewish community in Kolkata: Two synagogues, a cemetery, two schools & a bakery"দ্য ইকোনমিক টাইমস (ইংরেজি ভাষায়)। 
  9. দে, সোহিনী (৬ এপ্রিল ২০১৭)। "A Jewish Bakery Has Been Making Kolkata's Favourite Cakes for Over 100 Years!"দ্য বেটার ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)।