নস্য শেখ একটা পশ্চিমবঙ্গের এই জাতি সাধারণত উত্তরবঙ্গে পাওা যায়। এরা ভাষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে বাংলাদেশের রংপুরি  আর অসম এর গওালপাড়িয়া দের সাথে সমসত্ত। বিহারেও এই জাতির কিছু মানুষ বসবাস করে, যেখানে এদের বাঙালি শেখ বলা হয়। 

জদিও এই সম্প্রদায় এর মানুষ আস্তে আস্তে রাজবংশি ভাষা ছেড়ে বাংলা ভাষায় বেশি গুরুত্ব দিচ্ছে। 

তথ্যসূত্র

সম্পাদনা