নসরত গাজীর মসজিদ
বাংলাদেশের বরিশাল জেলার অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা
নসরত গাজীর মসজিদ বাংলাদেশের বরিশাল জেলার অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১] মসজিদটি নাসিরউদ্দিন নুসরাত শাহ-এর সময়কালে নির্মাণ করা হয়। এটি বাকেরগঞ্জ উপজেলার শিয়ালগুনি গ্রামে অবস্থিত।[২] মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষার অধীনে রয়েছে।[৩]
নসরত গাজীর মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | বরিশাল জেলা |
উৎসব | ঈদুল ফিতর, ঈদুল আযহা |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | মসজিদ |
মালিকানা | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
অবস্থা | সংরক্ষিত |
অবস্থান | |
অবস্থান | শিয়ালগুনি, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা |
দেশ | বাংলাদেশ |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
প্রতিষ্ঠাতা | নসরত গাজী |
ইতিহাস
সম্পাদনাহোসেন শাহী আমলের প্রথম শাসক আলাউদ্দিন হোসেন শাহর মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র নাসির খান নাসিরউদ্দিন নুসরাত শাহ উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেন। তার শাসনকাল ছিল ১৫১৯ সাল থেকে ১৫৩৩ সাল পর্যন্ত। অনুমান করা হয় এই সময়ে নসরত গাজী নামে তার এক অনুসারি শিয়ালগুনি গ্রামে মসজিদটি নির্মাণ করেন।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নসরত গাজীর মসজিদে ইফতার ও খতম তারাবি"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "উপজেলার ঐতিহ্য"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বরিশাল বিভাগের পুরাকীর্তি"। প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ সাইফুল আহসান বুলবুল (২০১২)। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। ঢাকা, বাংলাদেশ: গতিধারা।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে নসরত গাজীর মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।