নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়
(নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে পুনর্নির্দেশিত)
নর্দান ইউনিভার্সিটি বা নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] এটি ঢাকা শহরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বস্ত্র প্রকৌশল, ব্যবসা প্রশাসন, আইন, ফার্মেসি,ইংরেজি,বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়।
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০২ |
ইআইআইএন | ১৩৬৬৮২ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ড. আনোয়ার হোসেন |
ঠিকানা | ১১১/২ কাওলা জামে মসজিদ রোড, দক্ষিণখান , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
পোশাকের রঙ | নীল, সবুজ ও তামাটে |
সংক্ষিপ্ত নাম | এন.ইউ.বি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | nub.ac.bd |
উপাচার্য
সম্পাদনাএই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (ডিসেম্বর ২০২১) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- মোহাম্মদ আলী[২]
- আনোয়ার হোসেন (২০১৭-বর্তমান)[৩]
অনুষদ এবং বিভাগ সমূহ
সম্পাদনাবর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদের অধীনে ১১ টি বিভাগ রয়েছে।
ব্যবসা অনুষদ
সম্পাদনাব্যবসায় প্রশাসন বিভাগ
- বিবিএ (ব্যবসা প্রশাসনে স্নাতক) ৪ বছর
- এমবিএ (ব্যবসা প্রশাসনে মাস্টার) ১-২ বছর
- এমবিএম (ব্যাংক ব্যবস্থাপনার মাস্টার) ১-২ বছর
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
সম্পাদনাকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- বি.এসসি. সিএসই (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- বি.এসসি. ইসিই (ইলেক্ট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
- বি.এসসি. ইইই (ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
- বি.এসসি. ডিপ্লোমা হোল্ডারদের জন্য ইইই (ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল) ৩-বছরের প্রোগ্রামে
টেক্সটাইল প্রকৌশল বিভাগ
- বি.এসসি. টিই (টেক্সটাইল প্রকৌশল) ৪-বছরের প্রোগ্রামে
- বি.এসসি. ইবিটিএক্স (টেক্সটাইল প্রকৌশল) (সন্ধ্যা) ৩ বছরের প্রোগ্রামে
কলা ও মানবিক অনুষদ
সম্পাদনাইংরেজি বিভাগ
- ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) (৪-বছরের প্রোগ্রাম)
- ইংরেজিতে মাস্টার অফ আর্টস (১-২ বছরের প্রোগ্রাম)
- এমইএএল (ইংরেজি ভাষায় মাস্টার অফ আর্টস) ১-২ বছর
উন্নয়ন ও শাসন অধ্যয়ন বিভাগ
- এমজিএস (শাসন অধ্যয়নে মাস্টার) ১ বছরের প্রোগ্রাম
আইন অনুষদ
সম্পাদনাআইন বিভাগ
- এলএলবি (আইন বিষয়ে স্নাতক) ৪ বছরের প্রোগ্রাম
- এলএলএম (আইনের মাস্টার) ১-২ বছরের প্রোগ্রাম
স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ
সম্পাদনাফার্মেসি বিভাগ
- বি.ফার্ম. (ফার্মেসিতে স্নাতক সম্মাননা) ৪ বছরের প্রোগ্রাম
জনস্বাস্থ্য বিভাগ
- এমপিএইচ (মাস্টার অফ পাবলিক হেলথ) ১-২ বছরের প্রোগ্রাম
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১২।
- ↑ "চবির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই"। জাগো নিউজ। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "নর্দান ইউনিভার্সিটি - উপাচার্য পদে যোগদান অধ্যাপক আনোয়ারের"। সমকাল। ২৯ নভেম্বর ২০২১। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০১৯ তারিখে
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |