নরোত্তমপুর ইউনিয়ন, কবিরহাট

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন

নরোত্তমপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন

নরোত্তমপুর
ইউনিয়ন
১নং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ
নরোত্তমপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
নরোত্তমপুর
নরোত্তমপুর
নরোত্তমপুর বাংলাদেশ-এ অবস্থিত
নরোত্তমপুর
নরোত্তমপুর
বাংলাদেশে নরোত্তমপুর ইউনিয়ন, কবিরহাটের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°১১′৩৮″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.১৯৩৮৯° পূর্ব / 22.84972; 91.19389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাকবিরহাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮০৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নরোত্তমপুর ইউনিয়নের আয়তন ১৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুয়ায়ী নরোত্তমপুর ইউনিয়নের জনসংখ্যা ২৫,৭৩৩ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

কবিরহাট উপজেলার উত্তর-পশ্চিমাংশে নরোত্তমপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বাটইয়া ইউনিয়ন; দক্ষিণে কবিরহাট পৌরসভাসুন্দলপুর ইউনিয়ন; পশ্চিমে নোয়াখালী সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়ন এবং উত্তরে নোয়াখালী সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নসেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

নরোত্তমপুর ইউনিয়ন কবিরহাট উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পূর্ব দরাপনগর
  • নরোত্তমপুর
  • পশুরামপুর
  • যাদবপুর
  • লেমুয়া
  • মনিনগর
  • মির্জানগর
  • নুরসোনাপুর
  • পদুয়া
  • ফলাহারী
  • ছাদুল্যাপুর
  • পশ্চিম দরাপনগর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নরোত্তমপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫১.৯%।[] এ ইউনিয়নে ৭টি উচ্চ বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[]

  • ছাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করমবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নুরসোনাপুর বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিন যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দরাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নুরসোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফলাহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাধ্যমিক স্কুল - ১) সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়। ২) ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
  • যাদব পুর মোকাম খাল

খাল ও নদী

সম্পাদনা

হাট-বাজার

সম্পাদনা
  • কালির বাজার
  • করমবক্স বাজার
  • মাওলানা বাজার
  • পদুয়া বাজার
  • মুন্সীর হাট
  • টেকের বাজার
  • ফরাজি বাজার
  • কালামিয়ার পোল
  • মতরি পোল
  • বাতেনের দোকান

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • খেরির দীঘি)
  • সিরাজ চেয়ারম্যান এর বাডী
  • মিনি কক্সবাজার (সাবেক)। বর্তমান শিমুলের মাছের প্রজেক্ট।
  • ছনখোলা কমপ্লেক্স।

জনপ্রতিনিধি

সম্পাদনা

এ. কে. এম সিরাজ উল্যাহ বি. কম (চেয়্যারমান)

মেম্বারবৃন্দঃ

১. সামসুন নাহার পলি (১,২ ও ৩নং ইউপি)

২. আবু জাফর উল্ল্যাহ বাহার (৪ নং ওয়ার্ড মেম্বার) ৩.শেখ হেলাল উদ্দিন (৩নং ওয়ার্ড মেম্বার) ৪. আদিলুজ্জামান বাবু (১ নংওয়ার্ড মেম্বার) ৫.লালন (৬নংওয়ার্ড মেম্বার)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, নরোত্তমপুর ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা