নরোত্তমপুর ইউনিয়ন, কবিরহাট
নরোত্তমপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন।
নরোত্তমপুর | |
---|---|
ইউনিয়ন | |
১নং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে নরোত্তমপুর ইউনিয়ন, কবিরহাটের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°১১′৩৮″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.১৯৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কবিরহাট উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০৭ |
আয়তন
সম্পাদনানরোত্তমপুর ইউনিয়নের আয়তন ১৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুয়ায়ী নরোত্তমপুর ইউনিয়নের জনসংখ্যা ২৫,৭৩৩ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাকবিরহাট উপজেলার উত্তর-পশ্চিমাংশে নরোত্তমপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বাটইয়া ইউনিয়ন; দক্ষিণে কবিরহাট পৌরসভা ও সুন্দলপুর ইউনিয়ন; পশ্চিমে নোয়াখালী সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়ন এবং উত্তরে নোয়াখালী সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়ন ও সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনানরোত্তমপুর ইউনিয়ন কবিরহাট উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পূর্ব দরাপনগর
- নরোত্তমপুর
- পশুরামপুর
- যাদবপুর
- লেমুয়া
- মনিনগর
- মির্জানগর
- নুরসোনাপুর
- পদুয়া
- ফলাহারী
- ছাদুল্যাপুর
- পশ্চিম দরাপনগর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নরোত্তমপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫১.৯%।[১] এ ইউনিয়নে ৭টি উচ্চ বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়[২]
- ছাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করমবকস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুরসোনাপুর বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিন যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দরাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুরসোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফলাহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক স্কুল - ১) সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়। ২) ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা- যাদব পুর মোকাম খাল
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনা- কালির বাজার
- করমবক্স বাজার
- মাওলানা বাজার
- পদুয়া বাজার
- মুন্সীর হাট
- টেকের বাজার
- ফরাজি বাজার
- কালামিয়ার পোল
- মতরি পোল
- বাতেনের দোকান
দর্শনীয় স্থান
সম্পাদনা- খেরির দীঘি)
- সিরাজ চেয়ারম্যান এর বাডী
- মিনি কক্সবাজার (সাবেক)। বর্তমান শিমুলের মাছের প্রজেক্ট।
- ছনখোলা কমপ্লেক্স।
জনপ্রতিনিধি
সম্পাদনাএ. কে. এম সিরাজ উল্যাহ বি. কম (চেয়্যারমান)
মেম্বারবৃন্দঃ
১. সামসুন নাহার পলি (১,২ ও ৩নং ইউপি)
২. আবু জাফর উল্ল্যাহ বাহার (৪ নং ওয়ার্ড মেম্বার) ৩.শেখ হেলাল উদ্দিন (৩নং ওয়ার্ড মেম্বার) ৪. আদিলুজ্জামান বাবু (১ নংওয়ার্ড মেম্বার) ৫.লালন (৬নংওয়ার্ড মেম্বার)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, নরোত্তমপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |