নরসিংদী-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
নরসিংদী-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নরসিংদী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০১নং আসন।
নরসিংদী-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নরসিংদী জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনানরসিংদী-৩ আসনটি নরসিংদী জেলার শিবপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
স্বতন্ত্র | সিরাজুল ইসলাম মোল্লা | ৫৪,৬৪৩ | ৬৩.১ | প্র/না | ||
আওয়ামী লীগ | জহিরুল হক ভূঁইয়া মোহন | ৩১,৯০৩ | ৩৬.৯ | -১৫.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৭৪০ | ২৬.৩ | +১১.৪ | |||
ভোটার উপস্থিতি | ৮৬,৫৪৬ | ৪৫.০ | ||||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জহিরুল হক ভূঁইয়া মোহন | ৯৩,৭৪৬ | ৫২.১ | +১৬.১ | ||
স্বতন্ত্র | আব্দুল মান্নান ভূঁইয়া | ৬৬,৯৪২ | ৩৭.২ | প্র/না | ||
বিএনপি | তোফাজ্জল হোসেন | ১৫,৬৪৬ | ৮.৭ | -৪০.৫ | ||
ইসলামী আন্দোলন | মোঃ হারিসুল হক | ২,৩৬৩ | ১.৩ | প্র/না | ||
গণফোরাম | এ কে এম জগলুল হায়দার আফ্রিক | ৯২০ | ০.৫ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | মোঃ আলতাফ হোসেন | ১৬৪ | ০.১ | প্র/না | ||
ন্যাপ | মোঃ হোসেন মোল্লা | ৭৬ | ০.০ | প্র/না | ||
প্রগদ | মোঃ এ বাতেন সরকার | ৫১ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৮০৪ | ১৪.৯ | +১.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৯,৯০৮ | ৮৯.৭ | +৯.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল মান্নান ভূঁইয়া | ৬১,৪৫৩ | ৪৯.২ | +০.৯ | |
আওয়ামী লীগ | মাহবুবুর রহমান ভূঁইয়া | ৪৪,৯৬১ | ৩৬.০ | +৯.৯ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ শাজাহান | ১৭,৯৬৬ | ১৪.৪ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ মাসিহুল গনি | ২৫১ | ০.২ | -০.৭ | |
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | আলতাফ হোসেন | ২৩০ | ০.২ | প্র/না | |
জাতীয় পার্টি | মোঃ মফিজুল ইসলাম সরকার | ১০৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৪৯২ | ১৩.২ | −৯.০ | ||
ভোটার উপস্থিতি | ১,২৪,৯৬৮ | ৮০.৪ | −৩.১ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল মান্নান ভূঁইয়া | ৪৮,৯৩৬ | ৪৮.৩ | +১.০ | |
আওয়ামী লীগ | মাহবুবুর রহমান ভূঁইয়া | ২৬,৪৪১ | ২৬.১ | প্র/না | |
জাতীয় পার্টি | জাকি উদ্দিন আহমেদ | ২১,৬৮৮ | ২১.৪ | -১.৪ | |
ইসলামী ঐক্য জোট | মোঃ হারিসুল হক | ১,৫১৭ | ১.৫ | প্র/না | |
জামায়াতে ইসলামী | এ কে মুসলে উদ্দিন রোমারি | ১,৩৮২ | ১.৪ | প্র/না | |
জাকের পার্টি | সরকার তমিজউদ্দীন আহমেদ | ৯০০ | ০.৯ | -২.৬ | |
স্বতন্ত্র | আব্দুল লতিফ | ৩৮২ | ০.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৪৯৫ | ২২.২ | −২.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,০১,২৪৬ | ৮৩.৫ | +২১.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আব্দুল মান্নান ভূঁইয়া | ৪১,৫১৫ | ৪৭.৩ | |||
জাতীয় পার্টি | শাহজাহান সাজু | ১৯,৯৭৯ | ২২.৮ | |||
স্বতন্ত্র | মাহবুবুর রহমান ভূঁইয়া | ১৯,৫৩০ | ২২.২ | |||
জাকের পার্টি | এ হান্নান ভূঁইয়া | ৩,০৪২ | ৩.৪ | |||
ন্যাপ (মুজাফফর) | কামাল হায়দার | ৩,০২৬ | ৩.৫ | |||
জাসদ (রব) | ফজলুর রহমান | ৩৮২ | ০.৪ | |||
ফ্রিডম পার্টি | সারওয়ার হোসেন খান | ২৩৮ | ০.৩ | |||
বাংলাদেশ জাতীয় কংগ্রেস | ইমরান খান | ৭৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৫৩৬ | ২৪.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৮৭,৭৯১ | ৬২.৫ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নরসিংদী-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Narsingdi-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নরসিংদী-৩