নরম্যান ম্যানুয়েল আব্রামসন একজন মার্কিন প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।

নরম্যান ম্যানুয়েল আব্রামসন
জন্ম(১৯৩২-০৪-০১)১ এপ্রিল ১৯৩২
মৃত্যুডিসেম্বর ১, ২০২০(2020-12-01) (বয়স ৮৮)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কারআইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল (২০০৭)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব হাওয়াই
ডক্টরাল উপদেষ্টাউইলিস হারম্যান
ডক্টরেট শিক্ষার্থীটমাস এম কভার
রবার্ট আরনো শোলজ

নরম্যান ১৯৩২ সালের ১ এপ্রিল ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস থেকে ১৯৫৫ সালে পদার্থবিজ্ঞানে মাস্টার অব আর্টস এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে তড়িৎ প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব হাওয়াই এর তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
পুরস্কার
পূর্বসূরী
John Wozencraft
IEEE Alexander Graham Bell Medal
২০০৭
উত্তরসূরী
Gerard J. Foschini