নরওয়ের ভূগোল
নরওয়ে দেশটি উত্তর ইউরোপে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তরাংশে অবস্থিত। নরওয়ের দক্ষিণ-পশ্চিমে উত্তর সাগর ও দক্ষিণে স্কাগেরাক ইনলেট, পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগর (নরওয়েজীয় সাগর) ও উত্তর-পূর্বে বারেন্টস সাগর অবস্থিত। দেশটির অধিকাংশ এলাকা জুড়ে স্ক্যান্ডিনেভীয় পর্বতমালা বিস্তৃত। পূর্বে সুইডেনের সাথে নরওয়ের দীর্ঘ সীমান্ত রয়েছে, উত্তর পশ্চিমে ফিনল্যান্ডের সাথে কিছুটা কম এবং উত্তর-পূর্বে রাশিয়ার সাথে অল্প সীমান্ত রয়েছে। নরওয়ের সুদীর্ঘ পশ্চিম উপকূলের কাছেই রয়েছে ছোট বড় প্রায় ৫০ হাজার দ্বীপ।
মহাদেশ | ইউরোপ |
---|---|
অঞ্চল | উত্তর ইউরোপ |
স্থানাঙ্ক | ৫ ডিগ্রি উত্তর ও ৮ ডিগ্রি পূর্ব |
আয়তন | |
• মোট | ৩,৮৫,১৭০ কিমি২ (১,৪৮,৭১০ মা২) |
• স্থলভাগ | 94.95% |
• জলভাগ | 5.05% |
উপকূলরেখা | ২৫,১৪৮ কিমি (১৫,৬২৬ মা) |
সীমানা | মোট স্থল সীমান্ত: ২৫১৫ কিমি |
সর্বোচ্চ বিন্দু | গালধোপিজেন ২৪৬৯ মিটার |
সর্বনিম্ন বিন্দু | নরওয়েজীয় সাগর -০ মিটার |
দীর্ঘতম নদী | গ্লোম্মা ৬০৪৮ কিমি |
বৃহত্তম হ্রদ | মিয়সা ৩৬২ কিমি২ |
নরওয়ে বিশ্বের সর্ব উত্তরের দেশ এবং ইউরোপের সর্বাধিক পর্বতবেষ্টিত দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির গড় উচ্চতা ৪৬০ মিটার এবং দেশটির ৩২ ভাগ সমভূমি গাছের উচ্চতা থেকে উপরে।