নয়া মানুষ
নয়া মানুষ ২০২৪ সালের বাংলা ভাষার বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি সোহেল রানা বয়াতি পরিচালিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে নির্মিত। চিত্রনাট্য রচনা করছেনন মাসুম রেজার ও সংগীত পরিচালনা করছেন শোভন রায়। প্রধান চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ ও রওনক হাসান।[১] যা ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]
নয়া মানুষ | |
---|---|
পরিচালক | সোহেল রানা বয়াতি |
চিত্রনাট্যকার | মাসুম রেজা |
উৎস | আ.মা.ম হাসানুজ্জামান কর্তৃক বেদনার বালুচর |
শ্রেষ্ঠাংশে | রওনক হাসান মৌসুমী হামিদ |
সুরকার | শোভন রয় |
চিত্রগ্রাহক | কমল চন্দ্র দাস |
প্রযোজনা কোম্পানি | নান্দনিক ফিল্মস |
পরিবেশক | অভি কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনানদীর এক কূল ভেঙ্গে অন্য কূল গড়ে- তেমনি ভাসতে মানুষও একচর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয় সেটা নিয়েই গল্প। এটার মধ্যে প্রেম, প্রকৃতি, ভালোবাসার ও জীবনদর্শনের গল্পও রয়েছে ।[৩][৪][৫]
অভিনয়শিল্পী
সম্পাদনা- মৌসুমী হামিদ
- রওনক হাসান
- আশীষ খন্দকার
- বদরুদ্দোজা
- স্মরণ সাহা
- নিলুফার ওয়াহিদ
- পাপরি সানজানা
- পরভিন পারু
- শিখা কর্মকার
- ঝুনা চৌধুরী
- মাহিন রহমান
- মেহারান সানজানা
- পারভীন পারু
- মেরি
- ঊষশী (শিশুশিল্পী)
নির্মাণ
সম্পাদনা২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় এবং শেষ হয় ১২ এপ্রিল।[৬][৭]
সঙ্গীত
সম্পাদনাকবি নির্মলেন্দু গুণ কাব্য গ্রন্তের কবিতা 'পুরো মানুষের গান'থেকে তৈরি করা হয়েছে। 'মানুষ' শিরোনামের নামের টাইটেল গানের সুরকার বেলাল খান।[৮] টাইটেল গানে কণ্ঠশিল্পী হলেন চন্দনা মজুমদার ও শফি মন্ডল। রণক ইকরামের গীতে গানটির সুরকার প্লাবন কোরেশী। গানটির সঙ্গীত পরিচালনায় মুশফিক লিটু।[৯]
মুক্তি
সম্পাদনা২০২৪ সালের ৬ ডিসেম্বর সাইফ চন্দন পরিচালিত দুনিয়া চলচ্চিত্রের সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ডেস্ক, বিনোদন (২০২৩-০৪-১৬)। "'এই প্রচণ্ড গরমের মধ্যে প্রতিদিন ১৮-১৯ ঘণ্টা কাজ করতে হয়েছে'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ ক খ প্রতিবেদক, বিনোদন (২০২৪-১২-০৬)। "মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, দুই বছর পর ফিরছেন আইরিন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৬।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "চলছে 'নয়া মানুষ' সিনেমার শূটিং"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ সাজু, শাহ আলম (২০২২-১২-১১)। "নতুন ২ সিনেমায় মৌসুমী হামিদ"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ "বয়াতির ভরসায় 'নয়া মানুষ' মৌসুমী!"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ "'নয়া মানুষ' চলচ্চিত্রের শুটিং শেষ"। www.kalerkantho.com। ২০২৩-০৪-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ "'নয়া মানুষ' চলচ্চিত্রের দৃশ্যধারণ সম্পন্ন"। আজকের পত্রিকা। ১৫ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ BonikBarta। "গানের চমক থাকছে 'নয়া মানুষ' সিনেমায়"। গানের চমক থাকছে ‘নয়া মানুষ’ সিনেমায় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
- ↑ "সিনেমার টাইটেল গানে চন্দনা মজুমদার ও শফি মন্ডল"। যায়যায়দিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে নয়া মানুষ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নয়া মানুষ