নমস্তে তেলেঙ্গানা
নমস্তে তেলেঙ্গানা ভারতের তেলুগু ভাষার দৈনিক সংবাদপত্র, যা হায়দ্রাবাদ, তেলেঙ্গানা থেকে প্রকাশিত। এটি ৬ জুন ২০১১ সালে চালু করা হয়েছিল। [১][২][৩] কাগজটির লক্ষ্য ছিল মূলত তেলেঙ্গানা রাজ্যের রাজনীতি এবং উন্নয়নের দিকে মনোনিবেশ করা। সংবাদপত্রটির মালিক তেলেঙ্গানা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড।
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | প্রিন্ট, অনলাইন |
মালিক | তেলেঙ্গানা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড |
প্রকাশক | তেলেঙ্গানা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড |
সম্পাদক | থিগুল্লা কৃষ্ণমূর্তি |
প্রতিষ্ঠাকাল | ৬ জুন ২০১১ |
রাজনৈতিক মতাদর্শ | মধ্য ডানপন্থী |
ভাষা | তেলুগু |
সদর দপ্তর | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত |
ওয়েবসাইট | www.ntnews.com |
ইতিহাস
সম্পাদনাটিআরএস পার্টির সদর দফতর, তেলেঙ্গানা ভবনে আল্লাম নারায়ণকে প্রধান সম্পাদক করে ২০১১ সালের জুনে এই পত্রিকাটি শুরু হয়েছিল। এখন থিগুল্লা কৃষ্ণমূর্তি পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
কলাম
সম্পাদনাকলামিস্টদের অন্তর্ভুক্ত; সম্পাদক কট্টা শেখর, আর বিদ্যাসাগর রাও।
প্রকাশক
সম্পাদনাএটি নিজামবাদ, করিমনগর, ওয়ারঙ্গল, খাম্মাম, নলগোন্দা, হায়দ্রাবাদ এবং মাহবুবনগর থেকে প্রকাশিত হয়েছে।
পত্রিকাটি ই-পেপার ফর্ম্যাটেও পাওয়া যায়।
পাঠক
সম্পাদনাইন্ডিয়া টুডের জরিপ ২০১৭ অনুসারে, নমস্তে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের তৃতীয় সর্বাধিক পঠিত সংবাদপত্র (এনাড়ু এবং সাক্ষীর পিছনেই), রাজ্যে এর প্রচলন ৩১.৪৯ লক্ষ। [৪] ২০১৪ সাল থেকে, তিন বছর এটি ৮৮% বেড়েছে।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "NamastheTelangana Celebrates 5th Anniversary"। News। Hyd। ৬ জুন ২০১৬।
- ↑ Namaste Telangana launched | Business Standard
- ↑ TRS to launch daily, 'Namaste T' - Times Of India
- ↑ "పాఠకులకు వందనం"। ntnews.com। ২০ জানুয়ারি ২০১৮। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯।