নবীনগর পশ্চিম ইউনিয়ন
নবীনগর পশ্চিম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন।
নবীনগর পশ্চিম | |
---|---|
ইউনিয়ন | |
৭নং নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে নবীনগর পশ্চিম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪৬″ উত্তর ৯০°৫৬′৪৭″ পূর্ব / ২৩.৮৯৬১১° উত্তর ৯০.৯৪৬৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নবীনগর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪১০ |
আয়তন
সম্পাদনানবীনগর পশ্চিম ইউনিয়নের আয়তন ২,৫৭৭ একর (১০.৪৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নবীনগর পশ্চিম ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ৮,৮১৯ জন এবং মহিলা ৯,৫৫৫ জন। মোট পরিবার ৩,৩৬৮টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৭৬২ জন।[২]
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনানবীনগর উপজেলার পশ্চিমাংশে নবীনগর পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমে শ্যামগ্রাম ইউনিয়ন; দক্ষিণে শ্রীরামপুর ইউনিয়ন ও নবীনগর পৌরসভা; পূর্বে নবীনগর পৌরসভা; উত্তরে তিতাস নদী, কৃষ্ণনগর ইউনিয়ন ও বীরগাঁও ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়ন, পাড়াতলী ইউনিয়ন, বাঁশগাড়ী ইউনিয়ন ও মির্জারচর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনানবীনগর পশ্চিম ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নবীনগর পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৩%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ৯টি,
- নবীপুর সরকারি প্রথমিক বিদ্যালয় (উত্তর পাড়া)
- নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম পাড়া)
- লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দড়িলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরলাপাং ২টি,
- চরলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম পাড়া)
- চরলাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাড়া)
- ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনামাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২টি ১/ নবীপুর সাতাগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় ২/ লাপাং উচ্চ বিদ্যালয়
পুরুষ মাদ্রাসা
সম্পাদনামাদ্রাসা রয়েছে ২টি ১/ নবীপুর মদিনাতুল উলুম সিরাজিয়া ইসামিয়া মাদ্রাসা ও এতিমখানা ২/ ফতেহপুর মাদ্রাসা
মহিলা মাদ্রাসা
সম্পাদনামহিলা মাদ্রাসা রয়েছে ৩টি ১/ নবীপুর আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা ২/লাপাং মহিলা মাদ্রসা ৩/ চিত্রি মহিলা মাদ্রাসা (দক্ষিণ চিত্রি)
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানবীনগর পশ্চিম ইউনিয়ন নবীনগর সদরের সাথে পাকা রাস্তা ও নদী পথে যাতায়াত করতে হয়, নবীপুর ও লাপাং এবং দড়িলাপাং গ্রাম থেকে নবীনগর যেতে পাকা রাস্তার মাধ্যমে অটো রিক্সার মাধ্যমে যাওয়া যায়, চিত্রি ও চরলাপাং গ্রামকে নৌপথ পারি দিয়ে যেতে হয়,ফতেহপুর ও নরসিংপুর কে সাকো পার হয়ে নবীনগরের সাথে তারা তারি যাতায়াত করতে পারে,,
খাল ও নদী
সম্পাদনানবীনগর পশ্চিম ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে তিতাস ও মেঘনা নদী,নবীপুর ও চিত্রির মধ্যে দিয়ে বয়ে গেছে তিতাস নদী,চিত্রি গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী,চরলাপাং গ্রামের চার পাশ দিয়ে মেঘন নদী ও মেঘনা নদীর শাখা বয়ে গেছে,,
হাট-বাজার
সম্পাদনানবীনগর পশ্চিম ইউনিয়নের মধ্যে ঐতিয্য বাহি বাজার রয়েছে তার মধ্যে নবীপুর বাজার, চিত্রি বাজার, চরলাপাং বাজার নরসিংপুর বাজার ফতেহপুর বাজার,, তার মধ্যে বর্তমানে নবীপুর বাজার হুব জনপ্রিয় যেখানে প্রতি দিন বাজার বসে ,নবীপুর বাজারের সাথে নবীনগরের যোগাযোগ ব্যবস্তা হুব ভালো হওয়াতে নবীনগর পশ্চিম ইউনিয়নের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে পারে, নবীপুর বাজারে রয়েছে একটি প্রাইভেট হসপিটাল, একটি সরকারি ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যাণ পরিষদ ,ব্যাংকিং সেবা,আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছ।
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |