নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়
নবীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত নবীগঞ্জ জে, কে উচ্চ বিদ্যালয় (নবীগঞ্জ যুগল-কিশোর উচ্চ বিদ্যালয়) টি উক্ত এলাকার একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিত। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত[১] হয়ে বিদ্যালয়টি ২০১৬ সালে শতবর্ষ পূর্ণ করে। [২] বিদ্যালয়টি নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় হিসেবেও পরিচিত।
নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৪°৩৪′০৭″ উত্তর ৯১°৩০′৪৭″ পূর্ব / ২৪.৫৬৮৭১৫৩° উত্তর ৯১.৫১৩১৩৯১° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯১৬ |
বিদ্যালয় বোর্ড | সিলেট শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | হবিগঞ্জ জেলা |
বিদ্যালয় কোড | ১২৯৪৯৮ |
প্রধান শিক্ষক | মোঃ আব্দুস ছালাম |
শিক্ষকমণ্ডলী | ২২ জন |
শ্রেণি | ৬ষ্ঠ–১০ম |
ভর্তি | ০১/০১/১৯৮৪ |
শিক্ষায়তন | প্রায় ০৬.৫৪ একর (২.৬৫ হেক্টর) |
রং | সাদা ও নীল |
সরকারী করণ | ১৩ জুলাই ২০১৬ |
বিদ্যালয়ের ধরণ | বালক-বালিকা |
ওয়েবসাইট | nabigonjjkhighschool |
ইতিহাস
সম্পাদনা১৯১৬ সালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের প্রকাশ চন্দ্র দে ও দশরত চন্দ্র দে নামে দু’সহোদর নবীগঞ্জে যোগল-কিশোর বিদ্যালয় নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন ধীরেন্দ্র নাথ গুহ এবং বর্তমানে ১৮তম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুস ছালাম। ১৯৮৪ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়। ২০১৬ সালে বিদ্যালয়টি শতবর্ষে পা রাখে।[৩][৪] একই বছরের ১৩ জুলাই সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিদ্যালয়টিকে সরকারী করণ ঘোষণা করা হয়। [২]
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রাজাবাদ পয়েন্ট এবং নবীগঞ্জ থানার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
শিক্ষক ও ছাত্রছাত্রী
সম্পাদনাবিদ্যালয়টিতে প্রায় ১৪০০ ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে এবং ১৫ জন স্থায়ী সহ মোট ২২ জন শিক্ষক শিক্ষকা পাঠদান কাজে নিয়োজিত আছেন। ২০১৬ সালের ২৭ ও ২৮ জানুয়ারী বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। [৫][৬]
ঐতিহাসিক স্থান
সম্পাদনা১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হত এই বিদ্যালয়ের বিভিন্ন ভবন। এছাড়া বর্তমানে বিদ্যালয়ের সামনের সুবিশাল মাঠটিও ব্যবহৃত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সভাস্থল হিসেবে। ১৯৯৭ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা উক্ত মাঠের এক বিশাল সমাবেশে দাঁড়িয়ে বিদ্যালয়টিকে সরকারী করার ঘোষণা দেন। [৭]
সরকারী করণ
সম্পাদনাবিদ্যালয়টিকে সরকারী করণ করার জন্য অত্র বিদ্যালয়ের নবীন-প্রবীন ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচীর পালন করে। অবশেষে ১৯৯৭ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা " ক্ষমতায় গেলে বিদ্যালয়টিকে সরকারী করণ করা হবে" ঘোষণা করেন। ২০১৬ সালের ১৩ জুলাই বিদ্যালয়টি প্রতিষ্ঠার শত বছর পর বিদ্যালয়টিকে সরকারী করণ করা হয়।
পোশাক
সম্পাদনাবিদ্যালয়টিতে মোট দুটি রং ব্যবহার করা হয়। সাদা এবং নীল। ছাত্রদের সাদা হাফ শার্ট ও নীল রঙের প্যান্ট এবং ছাত্রীদের সাদা ফ্রকের উপর নীল ফিতা ও নীল পায়জামা বিদ্যালয়ের পোশাক হিসাবে নির্ধারিত রয়েছে।
ফলাফল
সম্পাদনাজেএসসি
সম্পাদনাবছর | অংশগ্রহণ ও পাশ | পাশের হার | জিপিএ ৫ | |
---|---|---|---|---|
২০১৮ | ১৭৪ | ১৬১ | ৯২.৫৩% | ৬ |
২০১৭ | ২৪১ | ১৮৬ | ৭৭.১৮% | ৪ |
২০১৬ | ১৯৫ | ১৭৮ | ৯১.২৮% | ১৪ |
২০১৫ | ২৩৫ | ২২৭ | ৯৬.৬% | ৮ |
২০১৪ | ১৮০ | ১৬৭ | ৯২.৭৮% | ৭ |
২০১৩ | ১৭৬ | ১২৮ | ৭২.৭৩% | ৫ |
২০১২ | ১৯০ | ১৩৬ | ৭১.৫৮% | ২ |
এসএসসি
সম্পাদনাবছর | অংশগ্রহণ ও পাশ | পাশের হার | জিপিএ ৫ | |
---|---|---|---|---|
২০১৯ | ২০২ | ১৬৮ | ৮৩.১৭% | ১ |
২০১৮ | ২৭৪ | ১৫২ | ৫৫.৪৭% | ১ |
২০১৭ | ২০০ | ১৪২ | ৭১% | ৬ |
২০১৬ | ১৩১ | ১০৪ | ৭৯.৩৯% | ২ |
২০১৫ | ১৪৭ | ১৩৭ | ৯৩.২% | ৬ |
২০১৪ | ১৭৬ | ১৪৩ | ৮১.২৫% | ২ |
২০১৩ | ১০৩ | ৮৩ | ৮০.৫৮% | ০ |
২০১২ | ১৫৪ | ১২৫ | ৮১.১৭% | ৪ |
২০১১ | ১৫৫ | ১৩২ | ৮৫.১৬% | ১০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nabiganj J. K. High School - Nabiganj, Bangladesh"। Yellow.Place (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।
- ↑ ক খ সালাম, এটিএম। "১০০ বছর পর সরকারী হল নবীগঞ্জের জে.কে হাই স্কুল"। হবিগঞ্জ এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।
- ↑ "নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদ্যাপন – www.boishakhinews24.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।
- ↑ "Those raising allegation against search committee are rubbish: Muhith-New Age"। www.newagebd.net। ২০১৯-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।
- ↑ "নবীগঞ্জের জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান ২৭-২৮ জানুয়ারি"। sylhettoday24.news। ২০১৭-০১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।
- ↑ "নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান কাল উৎসবের আমেজ, প্রধান অতিথি অর্থমন্ত্রী"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দৈনিক শায়েস্তাগঞ্জ"। web.archive.org। ২০১৯-০৬-০২। Archived from the original on ২০১৯-০৬-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।
- ↑ ক খ "Nabigonj J K Model School"। সহপাঠী (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২।