নবাব বাহাদুর
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
নবাব বাহাদুর মুঘল সাম্রাজ্যের সময় এবং পরে ব্রিটিশ রাজের সময় ভারতীয় মুসলিম ব্যক্তিদের বিশ্বস্ত সেবা বা জনকল্যাণমূলক কাজের জন্য প্রদত্ত একটি সম্মানের উপাধি ছিল।
নির্বাচিত প্রাপক
সম্পাদনামুঘল সাম্রাজ্য দ্বারা:
- ১৭৪৮: জাভেদ খান নবাব বাহাদুর (১৬৯৫-১৭৫৪), ভারতের মুঘল সম্রাট মুহাম্মদ শাহের অধীনে প্রধান নপুংসক।
ব্রিটিশ রাজ দ্বারা:
- ১৮৮৬: মীর ওসমান আলী খান (১৮৮৬-১৯৬৭), ১৯১১-১৯৪৮ সালে হায়দ্রাবাদের শাসক।
- ১৮৮৭: নবাব আবদুল লতিফ (১৮২৮-১৮৯৩), বাংলার সংস্কারক, রাণী ভিক্টোরিয়ার জয়ন্তী উপলক্ষে ভাইসরয় লর্ড ডাফরিন উপাধিতে ভূষিত হন। [১]
- ১৮৯২: খাজা আহসানুল্লাহ (১৮৪৬-১৯০১) ঢাকার নবাব।
- ১৮৯৬: সৈয়দ ওয়ালায়েত আলী খান (১৮১৮-১৮৯৯) [২] :২১৪
- ১৯০৩: খাজা সলিমুল্লাহ (১৮৭১-১৯১৫), ঢাকার নবাব।
- ১৯২৪: সৈয়দ নওয়াব আলী চৌধুরী (১৮৬৩-১৯২৯), বাঙালি অভিজাত, রাজনীতিবিদ এবং সমাজসেবী।
- বাহাদুর ইয়ার জং (১৯০৫-১৯৪৪), হায়দ্রাবাদি রাজনীতিবিদ।
এছাড়াও দেখুন
সম্পাদনা- বাঘাতুর
- নবাব
- রাও বাহাদুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Islam, K. Z. (২০১২-০৭-১১)। "Nawab Bahadur Abdul Latif"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৪।
- ↑ Bradley-Birt, Francis Bradley (১৯১০)। Twelve Men of Bengal in the Nineteenth Century (ইংরেজি ভাষায়)। S. K. Lahiri & Company।