নবনূর ছিল একটি মাসিক সাহিত্য পত্রিকা।[]

নবনূর
ধরনমাসিক পত্রিকা
মালিকমোহাম্মদ আসাদ আলী
প্রকাশকমোহাম্মদ আসাদ আলী
সম্পাদকসৈয়দ এমদাদ আলী
সৈয়দ আসাদ আলী
প্রতিষ্ঠাকালএপ্রিল ১৯০৩ খ্রিষ্টাব্দ (বৈশাখ ১৩১০ বঙ্গাব্দ)
ভাষাবাংলা
প্রকাশনা স্থগিতডিসেম্বর ১৯০৬ খ্রিষ্টাব্দ (পৌষ ১৩১৩ বঙ্গাব্দ)
সদর দপ্তরকলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত)

প্রকাশকাল

সম্পাদনা

১৯০৩ সালের এপ্রিলে (বৈশাখ ১৩১০ বঙ্গাব্দ) কলকাতা থেকে প্রথম নবনূর প্রকাশিত হয়। ১৯০৬ সালের ডিসেম্বর (পৌষ ১৩১৩ বঙ্গাব্দ) পর্যন্ত নিয়মিতভাবে পত্রিকা চালু ছিল। সৈয়দ এমদাদ আলী পত্রিকার সম্পাদক ছিলেন।[] মোহাম্মদ আসাদ আলী পত্রিকার স্বত্ত্বাধিকারী ও প্রকাশক ছিলেন এবং পরবর্তীতে সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।[]

লক্ষ্য

সম্পাদনা

বাংলার মুসলিমদের উন্নয়ন পত্রিকার মূল্য উদ্দেশ্য ছিল। মুসলিমদের জাগরণের উদ্দেশ্যে লেখকরা ইসলামের ইতিহাস, সাহিত্য, দর্শন বিষয়ে লেখা প্রকাশ করা হত।[]

লেখকবৃন্দ

সম্পাদনা

সম্পাদক সৈয়দ এমদাদ আলী ছাড়াও পত্রিকায় কাজী ইমদাদুল হক, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ আসাদ আলী ও অন্যান্যদের লেখা প্রকাশ হত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. নবনূর, বাংলাপিডিয়া