নপুংসক

পুরুষত্ব ও নারীত্ব উভয় বৈশিষ্ট্যের অধিকারী

নপুংসক (প্রাচীন গ্রিকἀνδρόγυνος) হলো পুরুষত্বনারীত্ব উভয় বৈশিষ্ট্যের অধিকারী।[] জৈবিক লিঙ্গ বা লিঙ্গ অভিব্যক্তির ক্ষেত্রে নপুংসক প্রকাশ করা যেতে পারে।

নপুংসক মিশ্র জৈবিক যৌন বৈশিষ্ট্যকে বোঝানোর পাশাপাশি উভয় লিঙ্গের সম্পূর্ণরূপে বিকশিত যৌন অঙ্গগুলির সাথে উভয় লিঙ্গের বৈশিষ্ট্যগুলি স্পষ্টভাবে একক ব্যক্তির মধ্যে প্রকাশ করে।[] এটি আন্তঃলিঙ্গের জনগোষ্ঠীকেও বোঝায়, যারা জন্মগত বৈচিত্র নিয়ে জন্মগ্রহণ করে, এবং যেকারণে জন্মের সময় তাদের লিঙ্গ নির্ধারণকে জটিল করে তোলে, কিন্তু উভয় লিঙ্গের সম্পূর্ণরূপে বিকশিত যৌন অঙ্গ থাকে না।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chris Park; Michael Allaby (২০১৭)। A Dictionary of Environment and Conservation (3 ed.)Oxford University Press। পৃষ্ঠা Androgyny। আইএসবিএন 9780191826320 
  2. "Androgyny | Gender Identity, Gender Expression & Non-Binary | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা
  •   উইকিঅভিধানে নপুংসক-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।