ননীগোপাল দেব
ননীগোপাল দেব (১৯১৩—৩ জুন ১৯৭৯) একজন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে অংশগ্রহণকারী, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী।
ননীগোপাল দেব | |
---|---|
জন্ম | ১৯১৩ |
মৃত্যু | ৩ জুন ১৯৭৯ (বর্তমান বাংলাদেশ) |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয়, বাংলাদেশী, |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)br />পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
পরিচিতির কারণ | চট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি |
রাজনৈতিক দল | অনুশীলন সমিতি |
আন্দোলন | ভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন |
পিতা-মাতা |
|
প্রারম্ভিক জীবন
সম্পাদনাননীগোপাল দেবের আদি বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। পিতা চন্দ্রমোহন দেব কর্মসূত্রে চট্টগ্রাম এলে তিনি সেখানে স্কুলে পড়তেন।[১]
বিপ্লবী কর্মকাণ্ড
সম্পাদনাস্কুলে পড়াকালীন মাস্টারদা সূর্য সেনের অনুপ্রেরণায় বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। ১৮ এপ্রিল ১৯৩০ অস্ত্রাগার দখলে অক্সিলিয়ারি ফোর্স থেকে অংশগ্রহণ করেন তিনি। চারদিন পর ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে জয়লাভ করেন বিপ্লবীরা। তিনি দেড় মাস পলাতক জীবন যাপন করার পর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন। দু বছর বিচার চলার পর মুক্তি পাওয়ার সাথে সাথেই পুলিস পুনরায় আটক করে ও বিনাবিচারে বন্দী করে রাখে। ১৯৩৮ সালে মুক্তি পান।[১]
মৃত্যু
সম্পাদনা৩ জুন ১৯৭৯ মারা যান বিপ্লবী ননীগোপাল দেব।