নতুন সুয়েজ খাল হল সুয়েজ খাল এর একটি শাখা।যা নতুন করে খনন করে নির্মাণ করা হয়েছে সুয়েজ খালের সমান্তরালে । ৩৭ কিলোমিটারের মতো খনন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে ‘দ্বিতীয় লেন’। এ ছাড়া খালটিকে আরও গভীর এবং ৩৫ কিলোমিটারের মতো প্রশস্ত করা হয়েছে।এই নতুন রাস্তার ফলে জাহাজগুলোর অপেক্ষার সময় ১৮ ঘণ্টা থেকে ১১ ঘণ্টায় নেমে আসবে। বর্তমানে দৈনিক ৪৯টি জাহাজ চলে এ খাল দিয়ে। সরকার আশা করছে ২০২৩ সালের মধ্যে এই খাল দিয়ে চলবে দৈনিক ৯৭টি জাহাজ। এ ছাড়া ২০২৩ সাল নাগাদ সুয়েজ খাল থেকে বর্তমান আয় ৫ শ ৩০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ১৩ শ ২০ কোটি ডলার হবে বলে আশা করছে সরকার। তবে বিশ্লেষকদের মতে জাহাজ থেকে আয় খালের সক্ষমতার ওপর নয় বরং বিশ্বের ব্যবসায়ের সংখ্যার ওপর নির্ভর করবে।

নতুন সুয়েজ খাল
বিশেষ উল্লেখ
দৈর্ঘ্য৩৫ কিমি (২২ মাইল)
জলকপাটNone
অবস্থাOpen[]
ইতিহাস
প্রধান প্রকৌশলীমিশরীয় সশস্ত্র বাহিনী (EAAF)
'প্রথম ব্যবহার৬ আগস্ট ২০১৫
ভূগোল
যার শাখাসুয়েজ খাল (দৈর্ঘ্য: 193.30 km)
New Suez Canal close up

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Egypt Inaugurates Major Extension Of Suez Canal"Huffington Post। ৬ আগস্ট ২০১৫। 
  2. Atef, Ghada। "The Story of the New Suez Canal"। ৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৭