নড়াইল ইউনিয়ন

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি ইউনিয়ন

নড়াইল ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[]

নড়াইল
ইউনিয়ন
৮নং নড়াইল ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাহালুয়াঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৫৭.৬১ বর্গকিমি (১৩৮.০৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ এর আদমশুমারী)
 • মোট২,৯০,০৪৩
 • জনঘনত্ব৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও সীমানা

সম্পাদনা

এই ৮নং নড়াইল ইউনিয়ন পরিষদ এর পূর্বে রয়েছে শাকুয়াই ইউনিয়ন পশ্চিমে ধারা ইউনিয়ন এবং উত্তরে হালুয়াঘাট ইউনিয়ন সবশেষে দক্ষিণে স্বদেশী ইউনিয়ন পরিষদের এর অবস্থান।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

নড়াইল ইউনিয়ন হালুয়াঘাট উপজেলা আওতাধীন ৮ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ -১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কাওয়ালীযান
  • কিসমত নড়াইল
  • কুমুরিয়া
  • গুপিনগড়
  • বটগাছিয়া কান্দা
  • খরমা
  • বাঘমার
  • বাদে-খরমা

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

এই ৮নং নড়াইল ইউনিয়ন শিক্ষার হার ৯০% শতাংশ এবং এই ইউনিয়নটি একটি উন্নতর ইউনিয়নে পরিচিত এই ইউনিয়নে প্রাথমিক মাধ্যমিক সর্বমোট ২০ টি বিদ্যালয় রয়েছে।

কমিউনিটি ক্লিনিক

সম্পাদনা

৮নং নড়াইল ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেটির অবস্থান বি.কে.কে উচ্চ বিদ্যালয়ের পাশে।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

৮নং নড়াইল ইউনিয়নের অনেকগুলো রাস্তা ঘাট রয়েছে তার মধ্য প্রধান সড়ক হলো ধারা-শাকুয়াই সড়ক;এই সড়কটি স্বদেশী ইউনিয়ন এবং ৮নং নড়াইল ইউনিয়ন এর মাঝ দিয়ে চলে গেছে।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

সাইফুল ইসলাম (সাবেক চেয়ারম্যান)।

আনোয়ার হোসেন মানিক(বর্তমান চেয়ারম্যান)।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • দুদুংগার হাওর
  • বটগাছিয়াকান্দা গ্রাম
  • শিবধরা বিল

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নড়াইল ইউনিয়ন"narailup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৬