নজরুল ইসলাম রিতু
নজরুল ইসলাম রিতু (জন্ম ১৫ জুন ১৯৭৯)[১] একজন বাংলাদেশী আন্দোলন কর্মী এবং রাজনীতিবিদ। তিনি ত্রিলোচনপুরে ১৫ জুন ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের (হিজড়া) নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।[২][৩] তিনি ঝিনাইদহের ত্রিলোচনপুরে থাকেন।[৪] স্থানীয়দের মাঝে তিনি ঋতু হিজড়া নামে পরিচিত।[৫]
নজরুল ইসলাম রিতু | |
---|---|
৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৮ নভেম্বর ২০২১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ত্রিলোচনপুর, ঝিনাইদহ, বাংলাদেশ | ১৫ জুন ১৯৭৯
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | রাজনীতিবিদ |
জীবন এবং কর্মজীবন
সম্পাদনানজরুল ইসলাম ঋতুর জন্ম যদিও ত্রিলোচনপুরে, কিন্তু যখন তার বয়স পাঁচ, তখন তাকে পালিয়ে যেতে হয় গ্রাম ছেড়ে শহরে। পরে তিনি ঢাকার ডেমরা থানায় অবস্থিত একটি হিজড়া কেন্দ্রে আশ্রয় নেন প্রায় ২৫ বছর। যখন তার বয়স ত্রিশের কাছাকাছি, তখন তিনি আবার ফিরে আসেন প্রিয় জন্মভূমি ত্রিলোচনপুরে সেবার জন্য এবং তার দাতব্য ও সহায়তামূলক কাজের জন্য পরিচিতি লাভ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল স্থানীয় কয়েকটি হিন্দু মন্দিরে অনুদান এবং দুটি নতুন মসজিদ নির্মাণে সহায়তাকরণ।[২] রিতু ২০২০ সালে ঝিনাইদহ জেলা থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন, এবং "দুর্নীতি নির্মূল এবং মাদকের আতঙ্ক নির্মূল করার" প্রতিশ্রুতি দেন। তিনি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত তার প্রতিপক্ষ নজরুল ইসলাম সানাকে ২:১ অনুপাতের বিপুলসংখ্যক ভোটে পরাজিত করে জয়লাভ করেন।[৬]
উন্নয়ন পরিকল্পনা
সম্পাদনা- ইউপি তে হাসপাতাল করা।
- গ্রামের রাস্তাঘাট উন্নয়ন কাজ করা।
- ইউপির সমস্ত প্রক্রিয়াগুলি জনগণের জন্য আরো সহজ করে তোলা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh town elects country's first transgender mayor"। www.aljazeera.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৮।
- ↑ ক খ "প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম ঋতু"। যমুনা টেলিভিশন। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২।
- ↑ "তৃতীয় লিঙ্গের নজরুলের কাছে নৌকার হার"। ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২।
- ↑ সংবাদদাতা, নিজস্ব; ঝিনাইদহ (২০২১-১১-২৩)। "চেয়ারম্যান হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চান তৃতীয় লিঙ্গের ঋতু"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৮।
- ↑ "'নির্বাচন যখন ঘনিয়ে এলো, খুব অত্যাচার শুরু হলো' - ঋতু হিজড়া"। বিবিসি বাংলা। ১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২।
- ↑ "বাংলাদেশে প্রথম তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান নির্বাচিত"। বিবিসি বাংলা। ২৯ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২।
বাংলাদেশী রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |