নছর (তামিল: நாசர், জন্মঃ ৫ মার্চ ১৯৫৮) হচ্ছেন ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।[] ১৯৮৫ সালে তিনি কৈলাস বলচন্দ পরিচালিত কল্যাণ আগাতিগাল চলচ্চিত্রে সর্বপ্রথম অভিনয় করেন।[] ১৯৮৭ সালের কমল হাসন অভিনীত চলচ্চিত্র নায়কান চলচ্চিত্রে নছর অভিনয় করে অনেক খ্যাতি কুড়ান। মণি রত্নম পরিচালিত রোজা (১৯৯২), কমল হাসন অভিনীত 'চাচী ৪২০' তার অভিনীত অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।[] রজনীকান্ত অভিনীত ভেলাইকরন (১৯৮৭) চলচ্চিত্রতে নছর খল চরিত্রে ছিলেন।

নছর
জন্ম (1958-03-05) ৫ মার্চ ১৯৫৮ (বয়স ৬৬)
চেঙ্গালপাট্টু, তামিলনাড়ু
পেশাচলচ্চিত্র অভিনেতা
প্রযোজক
চলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৮৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীকামীলা
সন্তান

পূর্ব জীবন

সম্পাদনা

১৯৫৮ সালের ৫ই মার্চ ভারতের তামিলনাড়ু রাজ্যের (তখন মাদ্রাজ প্রদেশ নামে পরিচিত) চেঙ্গালপাট্টুতে জন্ম হয় নছরের। তার পিতার নাম মেহবুব পাশা এবং মাতার নাম মমতাজ। চেঙ্গালপাট্টুর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছিলেন নছর। এরপর তিনি চেন্নাইতে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়েন। এই কলেজে পড়াকালীন তিনি নাটকে (মঞ্চ নাটকে) অভিনয় করতেন। এরপর তিনি ভারতীয় বিমান বাহিনীতে বিমানসেনা হিসেবে যোগ দেন যদিও রিক্রুট থাকাকালীন তিনি বিমান বাহিনীর চাকরি হারান। এরপর দুটি অভিনয়ের স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন, এর মধ্যে একটি ছিলো তামিলনাড়ু ইন্সটিটিউট ফর ফিল্ম এ্যান্ড টেলিভিশন টেকনোলজি।[][][][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "rediff.com, Movies: The Nasser Interview"। Rediff.com। ২০০২-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 
  3. "Rediff On The Net, Movies: An interview with Tamil actor-director Nasser"। Rediff.com। ১৯৯৭-০৯-০১। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৯ 
  4. "Nasser: a one-man industry"। The Hindu। ২০০৬-০২-২৩। ২০১৩-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৯ 
  5. "Nasser — fearless and forthright"। The Hindu। ২০০৪-০৯-১০। ২০০৪-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৯ 
  6. "Mr. Versatile"। The Hindu। ২০০৯-০৩-১৩। ২০০৯-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৯ 
  7. "Reviving an old connection"। The Hindu। ২০০৯-০৯-০১। ২০১৩-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৯ 
  8. "A perfectionist to the core"। The Hindu। ২০০৭-০৮-০৪। ২০১৩-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা