নগর দর্পণ

সোমনাথ সেন পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র

নগর দর্পণ ২০২৪ সালের একটি ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। রূপসা ফিল্মসের ব্যানারে ছবিটির কাহিনী এবং পরিচালনা দুটোই করেছেন সোমনাথ সেন এবং চিত্রনাট্য রচনা করেছেন সজল ঘোষ। প্রধান চরিত্রে অভিনয় করেন সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় ও পাপিয়া অধিকারী । যা ১৩ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[]

নগর দর্পণ
প্রচারণা পোস্টার
পরিচালকসোমনাথ সেন
প্রযোজকসোমনাথ সেন
চিত্রনাট্যকারসজল ঘোষ
কাহিনিকারসোমনাথ সেন
শ্রেষ্ঠাংশে
সুরকারচন্দন রায়চৌধুরী
চিত্রগ্রাহকতীর্থ মিত্র
সম্পাদকদীপক মন্ডল
প্রযোজনা
কোম্পানি
রূপসা ফিল্মস্
মুক্তি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৪ (2024-09-13)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন চন্দন রায়চৌধুরী, চিত্রগ্রহণ করেছেন তীর্থ মিত্র এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন দীপক মন্ডল। ২০২৪ সালের ২৯শে মার্চ ইউটিউবে ট্রেইলার প্রকাশ করা হয়।[]

পটভূমি

সম্পাদনা

বিক্রম সেন, একজন সংরক্ষিত প্রাক্তন শিক্ষক, তার স্ত্রী এবং দুই সন্তানের সাথে একটি নম্র জীবনযাপন করেন। ভীরুতার জন্য পরিচিত বিক্রমকে প্রায়ই প্রতিবেশীরা উপহাস করে। তার জাগতিক জীবন একটি বন্য মোড় নেয় যখন সে দেব শঙ্করের নির্মম গ্যাং দ্বারা সংঘটিত একটি হত্যার সাক্ষী হয়। গ্যাং দ্বারা আঘাতপ্রাপ্ত বিক্রমের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি কি তার পরিবারকে রক্ষা করতে, নিজেকে রক্ষা করতে এবং যে অন্যায় দেখেছেন তার মোকাবিলা করার সাহস পাবেন?

অভিনয়শিল্পী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "nagar-darpan"bookmyshow। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টে ২০২৪ 
  2. Dipak Mandal (২০২৪-০৩-২৯)। "Official Trailer Nagar Darpan (New Bengali Film 2024 )Somnath sen"। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা