নওশীন নেহরিন মৌ

বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী

নওশীন নেহরিন মৌ ((১৯৮৫-০৮-১৫)১৫ আগস্ট ১৯৮৫) একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মডেলিং, পরিবেশনার মতো বিভিন্ন রকম কাজ করেছেন। তিনি ২০০৭ থেকে অভিনয়, মডেলিং এর কাজ করে খ্যাতি অর্জন করেছেন। তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে প্রার্থনা (২০১৫), মুখোশ মানুষ (২০১৬) ও ফরায়েজী আন্দোলন ১৮৪২ (২০১৯)। তিনি এফ এম রেডিও রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম কাজ করেছেন।

নওশীন নেহরিন মৌ
২০১৬ তে নওশীন
জন্ম (1985-08-15) ১৫ আগস্ট ১৯৮৫ (বয়স ৩৯)
খুলনা, বাংলাদেশ
অন্যান্য নামনওশীন
মাতৃশিক্ষায়তনলন্ডন বিশ্ববিদ্যালয় (এলএলবি)
পেশাঅভিনেত্রী, মডেল, আর জে
কর্মজীবন২০০৭-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
উচ্চতা৫ফুট ৭ ইঞ্চি
দাম্পত্য সঙ্গীআদনান ফারুক হিল্লোল (বি. ২০১৩)
সন্তান
পুরস্কারপূর্ণ তালিকা
স্বাক্ষর

তিনি ইজ ইকুয়্যাল টু টিভি নাটকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ২০১২ ও ২০১৪ সালে সেরা অভিনেত্রী (টেলিভিশন) বিভাগে দুইবার সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার অর্জন করেন।

তিনি ২০১৩ সালে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

নওশীন ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেছেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

নওশীন ২০০৭ সালে বেতারে আরজে হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম বেতার অনুষ্ঠান আজকের আড্ডা প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সম্প্রচারিত হত।[] তিনি এফ এম রেডিও রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম কাজ করেছেন। পাশাপাশি তিনি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তিনি ধূপছায়া নাটক দিয়ে টেলিভিশনে অভিনয় জীবন শুরু করেন। ২০১২ সালের ২৬শে ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে তার অভিনীত তারকাবহুল ক্ষণিকালয় ধারাবাহিক প্রচারিত হয়।[][] এই বছর মাছরাঙা টেলিভিশনের ঈদুল ফিতরের বিশেষ নাটক জর্দা জামাল-এ তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন।[]

২০১৫ সালে তিনি শারমিন হায়াত রচিত ও রুবায়েত মাহমুদ পরিচালিত সাম্রাজ্য টিভি নাটকে মাফিয়া ডন চরিত্রে অভিনয় করেন।[] একই বছরে ঈদুল ফিরতে মুক্তিপ্রাপ্ত শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রার্থনা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।[] তিনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রেডিও অ্যাম্বারের প্রোগ্রাম পরিচালক হিসেবে কাজ করেন।

২০১৬ সালের শুরুতে তিনি একজন তৃতীয় লিঙ্গের সত্যিকার জীবনের গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশনের রূপান্তরণ নাটকে অভিনয় করেন। তৌসিফ সাঈদ রচিত ও ওয়াহিদ পলাশ পরিচালিত এই নাটকে তিনি একজন আরজে চরিত্রে অভিনয় করেন।[] একই বছর তিনি ইয়াসির আরাফাত জুয়েলের মুখোশ মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

নওশীন ২০১৩ সালের ১লা মার্চ অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[][১০] ২০২২ সালের ১৩ই জুলাই নিউ ইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাদের কন্যা মাহভীশা আদনান সৈয়দ জন্মগ্রহণ করে।[১১]

২০২২ সালের জানুয়ারি মাসে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন।[১২]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা
২০১৫ প্রার্থনা প্রার্থনা শাহরিয়ার নাজিম জয়
২০১৬ মুখোশ মানুষ নীল ইয়াসির আরাফাত জুয়েল
২০১৯ ফরায়েজী আন্দোলন ১৮৪২ ময়না ডায়েল রহমান

টেলিভিশন

সম্পাদনা
টিভি ধারাবাহিক
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক নেটওয়ার্ক
২০১২-২০১৬ ক্ষণিকালয় রহমতউল্লাহ তুহিন মাছরাঙা টেলিভিশন [১৩][১৪]
একদিন ছুটি হবে হিমেল আশরাফ এনটিভি [১৪]
ইতি তোমার রানু হিমেল আশরাফ মাছরাঙা টেলিভিশন [১৪]
টিভি নাটক
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক নেটওয়ার্ক
২০১২ জর্দা জামাল হাসান মোরশেদ মাছরাঙা টেলিভিশন [১৫]
২০১৫ সাম্রাজ্য ডন নাজমা রুবায়েত মাহমুদ থার্ডবেল.কম []
২০১৬ রূপান্তরণ আরজে ওয়াহিদ পলাশ মাছরাঙা টেলিভিশন []
টিভি অনুষ্ঠান
উপস্থাপনা
বছর চলচ্চিত্রের শিরোনাম নেটওয়ার্ক টীকা সূত্র
২০০৮ জেগে আছো কি? আরটিভি সহ-উপস্থাপক - সায়েম সালেক [১৭]
২০১০ ১১তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার একুশে টেলিভিশন সহ-উপস্থাপক - মামনুন হাসান ইমন [১৮]
২০১২ ১৩তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার একুশে টেলিভিশন সহ-উপস্থাপক - আদনান ফারুক হিল্লোল ও ফারহানা নিশো [১৯]
২০১৮ কিক অফ মাছরাঙা টেলিভিশন ২০১৮ ফিফা বিশ্বকাপের বিশেষ অনুষ্ঠান [২০]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
প্রদানের তারিখ পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
৯ এপ্রিল ২০১০ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) ইজ ইকুয়্যাল টু মনোনীত
২৮ ডিসেম্বর ২০১২ সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার সেরা অভিনেত্রী (টেলিভিশন) বিজয়ী [২১]
৮ এপ্রিল ২০১৪ বিজয়ী [২২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Exuberance in the air"দ্য ডেইলি স্টার। ২২ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১১ 
  2. লাবিব, ইশতিয়াক হোসেন (২৩ ফেব্রুয়ারি ২০১২)। "ক্ষণিকালয় ও রূপকথার প্রিমিয়ার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  3. "তারায় তারায় 'ক্ষণিকালয়'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  4. "আলোচিত 'জর্দা জামাল'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  5. "মাফিয়া ডন নওশীন"দৈনিক প্রথম আলো। ২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  6. নির্ঝর, খায়রুল বাসার (২২ সেপ্টেম্বর ২০১৫)। "'প্রার্থনা' ঈদের এক নম্বর ছবি: জয়"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  7. "নওশীন এবং সত্যি জীবনের গল্প"বাংলা ট্রিবিউন। ৭ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  8. "The Mask Unveiled"দ্য ডেইলি স্টার। ২৪ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  9. "৯ বছর পর সুখবর দিলেন নওশীন"দৈনিক যুগান্তর। ২৬ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  10. "হিল্লোলের সিক্রেট ফাঁস করলেন নওশীন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  11. "নওশীন-হিল্লোলের ঘর আলো করে এলো মাহভীশা"দ্য ডেইলি স্টার। ১৪ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  12. "Actress Nawsheen tests Covid-19 positive"জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  13. "শততম পর্বে 'ক্ষণিকালয়'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  14. সামি, সামিউল আলম (২ ফেব্রুয়ারি ২০১৬)। "টিভি চ্যানেলে আজকের নাটক"রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  15. "Zarda Jamal on Maasranga Television"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  16. "সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৮ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  17. সরকার, সুধাময় (২২ আগস্ট ২০২০)। "'মন খারাপ হবে, যদি মনমতো অভিনয় না করে মরি'"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  18. "শোবিজ সংবাদ ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪ 
  19. "আজ ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১১"। দৈনিক যুগান্তর। ২৮ ডিসেম্বর ২০১২। পৃষ্ঠা ৯। 
  20. "Nawsheen to 'Kick-off'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৪ 
  21. "`Uro-CJFB Performance Award` to be aired tonight"রাইজিংবিডি.কম (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪ 
  22. চৈতি, আফরোজ জাহান (৯ এপ্রিল ২০১৪)। "Ananta Jalil and Barsha win CJFB Performance Award"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা