ধুল আল-শামালাইন উমাইর ইবন আব্দ আমর আল-খুযাআি (আরবি: ذو الشمالين عمير بن عبد عمرو الخزاعی) ছিলেন ইসলামের নবী মুহাম্মদের একজন মক্কার সাথী। তিনি সেই প্রথম মুসলমানদের মধ্যে ছিলেন যাদের জ্ঞাত হিসাবে আল-সাবিকুন আল-আউয়ালুন বলা হতো। তিনি একজন বদরি শহীদ ছিলেন যিনি বদর আল-কুবরা বা বদর যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেন।