ধুলে লোকসভা কেন্দ্র
ধুলে লোকসভা কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যের ৪৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই নির্বাচনী কেন্দ্রটি ধুলে জেলায় অবস্থিত। এই লোকসভা কেন্দ্রের সদর দফতর ধুলে শহরে অবস্থিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মারাঠি।
ধুলে লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
প্রতিষ্ঠিত | ১৯৫৭-বর্তমান |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব ডাঃ. সুভাষ ভামরে | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
মহারাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল ধুলে লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।
বিধানসভা কেন্দ্র গুলি
সম্পাদনালোকসভা কেন্দ্রটি ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল-[১]
- ধুলে গ্রামীণ বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি ধুলে জেলায় অবস্থিত।[১]
- ধুলে শহর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি ধুলে জেলায় অবস্থিত।[১]
- সিন্ধুখেদা বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি যাবৎমল জেলায় অবস্থিত।[১]
- মালেগাঁও সেন্ট্রাল বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনী এলাকাটি ধুলে জেলায় অবস্থিত। [১]
- মালেগাঁও আউটার বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি ধুলে জেলায় অবস্থিত।[১]
- বাগলান বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি ধুলে জেলায় অবস্থিত।[১]
- সাধারণ নির্বাচন ২০১৯
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | ডাঃ. সুভাষ রামরাও ভামরে | ৬,১৩,৫৩৩ | ৫৬.৫৪ | +২.৬৯ | |
কংগ্রেস | কুনাল রোহিদাস পাতিল | ৩,৮৪,২৯০ | ৩৫.৪২ | -৫.১৪ | |
ভিবিএ | নবী আহমেদ আহমদুল্লা | ৩৯,৪৪৯ | ৩.৬৪ | +৩.৬৪ | |
বিএসপি | আপারান্তি সঞ্জয় যশোবন্ত | ৪,৬৪৫ | ০.৪৩ | N/A | |
এলকেএসজিএম | অনিল আন্না | ৮,৪১৮ | ০.৭৮ | +০.৭৮ | |
কাউকে নয় | উপরের কাউকে নয় | ২,৪৭৫ | ০.২৩ | N/A | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,২৯,২৪৩ | +২১.১২ | |||
ভোটার উপস্থিতি | ১০,৮৮,৫৭৮ | ৫৭.০৫ | N/A | ||
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
ধুলে লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন সংসদ
সম্পাদনাধুলে লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ ভারতীয় জনতা পার্টির সদস্য ডাঃ. সুভাষ ভামরে যিনি গত দুই বারের সংসদ (২০১৪ ও ২০১৯)।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ >"District wise List of Assembly and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Maharashtra website। ১৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ https://www.dnaindia.com/mumbai/report-lok-sabha-election-2019-union-minister-subhash-bhamre-in-triangular-fight-in-dhule-2741307
আরও পড়ুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ধুলে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি ২০১৯
- উইকিমিডিয়া কমন্সে ধুলে লোকসভা কেন্দ্র সম্পর্কিত মিডিয়া দেখুন।
- ভারতে লোকসভা কেন্দ্রের তালিকা
- লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি ২০১৯
- লোকসভা নির্বাচন