ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়

ভারতীয় অভিনেতা

ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী (২৬ মার্চ ১৮৯৩—১৮ নভেম্বর ১৯৭৮), ধীরেন গাঙ্গুলী বা ডি জি নামেও পরিচিত, ছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এক চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, অভিনেতা আর সর্বোপরি বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধিক চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা স্থাপন করেছিলেন, যথা 'ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানী', 'ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস', 'লোটাস ফিল্ম কোম্পানী' ইত্যাদি। পরবর্তীকালে তিনি নিউ থিয়েটার্সে যোগদান করেছিলেন। তিনি হাস্যরসাত্মক অনেক ছবির প্রযোজনা করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন কলকাতা শহরে আর শেষনিশ্বাস ত্যাগ করেন এই শহরেই।

ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী
বিলাতফেরত চলচ্চিত্রে (১৯২১) ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী
জন্ম(১৮৯৩-০৩-২৬)২৬ মার্চ ১৮৯৩
মৃত্যু১৮ নভেম্বর ১৯৭৮(1978-11-18) (বয়স ৮৫)
অন্যান্য নামধীরেন গাঙ্গুলী বা 'ডি জি'
কর্মজীবন১৯১৯—১৯৭৮
পরিচিতির কারণঅভিনেতা, প্রযোজক, পরিচালক
দাম্পত্য সঙ্গীপ্রেমলতিকা (রমলা)
সন্তানপারুল ও মণিকা (কন্যা)
পিতা-মাতাবামনচন্দ্র গঙ্গোপাধ্যায় (পিতা)
আত্মীয়উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (ভ্রাতা)
পুরস্কার পদ্মভূষণ (১৯৭৪)

প্রাথমিক জীবন

সম্পাদনা

ডি জি শান্তিনিকেতনের ছাত্র ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এক দুঃসম্পর্কের আত্মীয়াকে বিবাহ করেন। তিনি হায়দ্রাবাদের 'স্টেট আর্ট স্কুল'-এর প্রধানশিক্ষক ছিলেন। মেক-আপ-এর কাজে তার দক্ষতা ছিল প্রসিদ্ধ, যার প্রমাণ পাওয়া যায় তার লেখা বই ভাবকী অভিব্যক্তি-তেও (১৯১৫)। এ বিষয়ে ব্রিটিশ ভারতে এবং পরে স্বাধীন ভারতে গোয়েন্দা সংস্থা সি আই ডি'র অফিসারদের প্রশিক্ষণ দিয়েছিলেন।[]

কর্মজীবন

সম্পাদনা

ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানী

সম্পাদনা

ডি জি'র ফোটোগ্রাফির বই তাকে জামশেদজি ফ্রেমজি ম্যাডানের সান্নিধ্যে নিয়ে আসে; ম্যাডান এরপর ডি জ়ি'র তৈরি চলচ্চিত্র প্রযোজনা করতে রাজি হন।[] ডি জি আর ম্যাডান থিয়েটারের ম্যানেজার নীতীশ লাহিড়ী একসাথে ১৯১৮ সালে ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানী শুরু করেন, যেটা ছিল বাঙ্গালী মালিকানার প্রথম ফিল্ম প্রোডাক্‌শন কোম্পানী।[] ১৯২১ সালে এই কোম্পানীর তৈরি প্রথম ছবি বিলাতফেরত (The England Returned) মুক্তি পায়। নীতীশ লাহিড়ীর পরিচালনায় নির্মিত এই হাস্যরসাত্মক নির্বাক ছবি বাণিজ্যিক সাফল্য অর্জন করে।[] ১৯২২ সালে এঁদের আরও দুটি ছবি মুক্তি পায়—যশোদানন্দন আর সাধু অউর শয়তান[]

লোটাস ফিল্ম কোম্পানী

সম্পাদনা

ডি জি লোটাস ফিল্ম কোম্পানী স্থাপন করেছিলেন হায়দ্রাবাদ শহরে। সেখানে নিজামের সহযোগিতায় একটি ফিল্ম স্টুডিও আর দুটি সিনেমা হাউসও স্থাপন করেন। ১৯২৪ সালে, বম্বে শহরে তৈরি রাজিয়া বেগম ছবির পরিবেশকদের মধ্যে তিনিও ছিলেন। এ ছবিতে এক মুসলিম রাজকুমারী আর এক হিন্দুর যুবকের প্রেমের গল্প ছিল। নিজাম এতে ক্ষুব্ধ হয়ে ডি জি কে হায়দ্রাবাদ ছাড়ার আদেশ দেন।[]

ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস

সম্পাদনা

কলকাতায় ফিরে এসে ১৯২৯ সালে ডি জি ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস নামক আর একটি ফিল্ম প্রোডাক্‌শন কোম্পানী স্থাপন করেন। অভিনেতা প্রমথেশ বড়ুয়া এই উদ্যোগে সামিল হন, এমনকি এই সংস্থার বানানো একটি ছবিতে অভিনয়ও করেন। সবাক চলচ্চিত্র আর নতুন শব্দগ্রহণ প্রযুক্তির আসার সময় এ কোম্পানীরও পতন হয়।[]

সবাক যুগ

সম্পাদনা

ডি জি এরপর প্রমথেশ বড়ুয়ার বড়ুয়া পিক্‌চার্স কোম্পানীতে যোগদান করেন। তবে অল্পদিনের মধ্যে দুজনেই বি এন সরকারের কোম্পানী নিউ থিয়েটার্সে যোগ দেন।[]

প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পরিচালক

সম্পাদনা
  • কার্টুন (১৯৪৯)
  • শেষ নিবেদন (১৯৪৮)
  • শৃঙ্খল (১৯৪৭)
  • দাবী (১৯৪৩)
  • আহুতি (১৯৪১)
  • কর্মখালি (১৯৪০)
  • পথভুলে (১৯৪০)
  • অভিসারিকা (১৯৩৮)
  • অচিন প্রিয়া (১৯৩৮)
  • হালবাংলা (১৯৩৮)
  • Country Girl (১৯৩৬) (হিন্দীঃ দেহাতী লেড়কি)
  • দ্বীপান্তর (১৯৩৬)
  • বিদ্রোহী (১৯৩৫)
  • Excuse Me, Sir (১৯৩৪)
  • হালকথা (১৯৩৪)
  • মাসতুতো ভাই (১৯৩৪)
  • Night Bird (১৯৩৪)
  • চরিত্রহীন (১৯৩১)
  • টাকায় কি না হয় (১৯৩১) (ইংরেজিঃ Money Makes What Not)
  • অলীকবাবু (১৯৩০) (ইংরেজিঃ Master Liar)
  • Flames of Flesh (১৯৩০) (বাংলাঃ কামনার আগুন)
  • বিমাতা (১৯২৩) (হিন্দীঃ বিজয়বসন্ত্‌, ইংরেজিঃ Stepmother)
  • চিন্তামণি (১৯২৩)
  • The Marriage Tonic (১৯২৩)
  • সতী সীমন্তিনী (১৯২৩)
  • বিজয়বসন্ত্‌ (১৯২৩)
  • যযাতি (১৯২৩)
  • যশোদানন্দন (১৯২২) (হিন্দীঃ শ্রীরাধাকৃষ্ণ)
  • হরগৌরী (১৯২২)
  • ইন্দ্রজিৎ (১৯২২)
  • Lady Teacher (১৯২২)

অভিনেতা

সম্পাদনা
  • শেষ নিবেদন (১৯৪৮)
  • বন্দিতা (১৯৪৫)
  • হালবাংলা (১৯৩৮)
  • Excuse Me, Sir (১৯৩৪)
  • মাসতুতো ভাই (১৯৩৪)
  • মরণের পরে (১৯৩১) (ইংরেজিঃ After the Death)
  • টাকায় কি না হয় (১৯৩১) (ইংরেজিঃ Money Makes What Not)
  • পঞ্চশর (১৯৩০) (ইংরেজিঃ Blind God / Five Arrows)
  • অলীকবাবু (১৯৩০) (ইংরেজিঃ Master Liar)
  • শঙ্করাচার্য (১৯২৭) (ইংরেজিঃ Renaissance of Hinduism)
  • যশোদানন্দন (১৯২২) (হিন্দীঃ শ্রীরাধাকৃষ্ণ)
  • Lady Teacher (১৯২২)
  • সাধু অউর শয়তান (১৯২২)
  • বিলাতফেরত (১৯২১) (ইংরেজিঃ The England Returned)

লেখক/চিত্রনাট্যকার

সম্পাদনা
  • শেষ নিবেদন (১৯৪৮) (চিত্রনাট্যকার)
  • বিলাতফেরত (১৯২১) (ইংরেজিঃ The England Returned) (লেখক)

প্রযোজক

সম্পাদনা
  • Flames of Flesh (১৯৩০) (বাংলাঃ কামনার আগুন)
  • বিলাতফেরত (১৯২১) (ইংরেজিঃ The England Returned)
  1. Vinayak Purohit। "Arts of Transitional India Twentieth Century"। পৃষ্ঠা pp.950–951। আইএসবিএন 0861321383 
  2. "History of Bengali Cinema"। BFJA Awards website। ২৪ সেপ্টেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা