ধীপুর ইউনিয়ন
ধীপুর ইউনিয়ন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত টংগিবাড়ী উপজেলার একটি ইউনিয়ন।
ধীপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে ধীপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩০′৪১″ উত্তর ৯০°২৮′১০″ পূর্ব / ২৩.৫১১৩৯° উত্তর ৯০.৪৬৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
উপজেলা | টংগিবাড়ী উপজেলা |
ইউনিয়ন | ধীপুর |
প্রতিষ্ঠা | ১৯৮৪ |
আয়তন | |
• মোট | ১০.৩৬৪ বর্গকিমি (৪.০০২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৫,৯৯০ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.২৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাধীপুর ইউনিয়নের মোট আয়তন ২৫৬১ একর।[১] গ্রাম - ০৫ টি, মৌজা - ০৪ টি। পাকা রাস্তা ১৫ কিমি, কাঁচা রাস্তা ২০ কিমি, ডাকঘর ২টি, উপ-স্বাস্থ্য কেন্দ্র ১টি, কমিউনিটি ক্লিনিক ২টি, পরিবার পরিকল্পনা কার্যালয় ১টি, কোল্ডস্টোরেজ ৩টি।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাবাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ধীপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫৯৯০ জন। এদের মধ্যে ৮১১৩ জন পুরুষ এবং ৭৮৭৭ জন নারী।[১]
ইতিহাস
সম্পাদনাস্থাপনকাল ১৯৬৮ খ্রিস্টাব্দ।[২]
বাবা আদম শহীদ (রহ:) ১১৫২ খ্রিষ্টাব্দে মুন্সীগঞ্জ সদরের বিক্রমপুরে আসেন। মুন্সীগঞ্জ এলাকার কপাল দুয়ার, মানিকেশ্বর ও ধীপুর ইউনিয়নের ধীপুরে তিনটি খানকাহ নির্মাণ করে বিক্রমপুরে ইসলাম প্রচার করেন। এর মধ্যে ধীপুরের খানকাটির দায়িত্বে ছিলেন শেখ মখদুম আল মুয়াসসিস (রহ:)।[৩]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার - ৫৩.২৭%[১]
- প্রাথমিক বিদ্যালয় – ৬ টি
- উচ্চ বিদ্যালয় – ২ টি
- মাদরাসা - ৬ টি[২]
- ফাযিল মাদ্রাসা- ১টি
- কলেজ- ১টি
- সরকারি টঙ্গিবাড়ি বিক্রমপুর কলেজ
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাফখরুদ্দিন আহমদ – বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন।[২]
দশনীয় স্থান
সম্পাদনা- নয়ানন্দ ঈদগাহ্ মাঠ[২]
বিবিধ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "টংগিবাড়ী উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ "ধীপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- ↑ "ঐতিহ্যের ধারক মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।