ধামতী ইউনিয়ন
ধামতী বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন।
ধামতী | |
---|---|
ইউনিয়ন | |
১৩নং ধামতী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ধামতী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩২′৫০″ উত্তর ৯০°৫৯′৪″ পূর্ব / ২৩.৫৪৭২২° উত্তর ৯০.৯৮৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | দেবিদ্বার উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৩০ |
ওয়েবসাইট | dhamptiup |
আয়তন
সম্পাদনাআয়তন- ৯.৬১ বর্গ কি.মি.
জনসংখ্যা
সম্পাদনালোকসংখ্যা- ৩১,৯৪২ জন (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী )
ইতিহাস
সম্পাদনাধামতী ইউনিয়ন পূর্বে ১৩নং ধামতী উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
সম্পাদনাদেবিদ্বার উপজেলার দক্ষিণাংশে ধামতী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন, পূর্বে এলাহাবাদ ইউনিয়ন, দক্ষিণে সুলতানপুর ইউনিয়ন এবং পশ্চিমে ভানী ইউনিয়ন ও রাজামেহার ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাধামতী ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা
- পদুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়
- ধামতী রওশন আরা কলেজ
- দুয়ারিয়া এ জি মডেল একাডেমি
- কলকাকলী আদর্শ বিদ্যা নিকেতন
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা১. দেবিদ্বার থেকে সরাসরি ধামতীতে ৩০ ফিট চওড়া রাস্তা আছে। ২. দেবিদ্বার থেকে চান্দিনা যাওয়ার মাঝে কাচিসাইর থেকে পিচ ঢালাইয়ের রাস্তা আছে। ৩.দেবিদ্বার থেকে চান্দিনা যাওয়ার মাঝে সীমারকান্দা থেকে সৈয়দ জসিম চেয়ারম্যান এর রাস্তা দিয়ে ও ধামতী স্কুল মার্কেটে যাওয়া যায়।
খাল ও নদী
সম্পাদনা১. ধামতী গ্রামে ২ টি খাল রয়েছে। যা ধামতী আলিয়া মাদ্রাসা থেকে নলুয়া পর্যন্ত। অপরটি পদুয়া থেকে দক্ষিণ খাঁ পর্যন্ত।
হাট-বাজার
সম্পাদনা১. ধামতী বাজার, প্রতি শনি ও মঙ্গল বার হাট বসে।
২. দুুুয়ারিয়া বাজার, প্রতি রবি বার হাট বসে।
দর্শনীয় স্থান
সম্পাদনা- ধামতী আলিয়া মাদ্রাসা যা ১৮৬০ সালে প্রতিষ্ঠিত।
- মাওলানা হাবিবুর রহমান সাহেবের বাড়ী
- ধামতী বাবুর বাড়ী (মোঘল আমলের স্থাপত্য)
- দুয়ারিয়া সুফিয়ান আবির এর প্রজেক্ট
- ধামতী বাজার হরলাল রায়ের বাড়ী।
- নলুয়া সুয়া বাবার মাজার।
- ধামতী আন্দির পাড়
জনপ্রতিনিধি
সম্পাদনা১. মো:মহিউদ্দিন মিঠু, চেয়ারম্যান।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |