ধলগ্রাম ইউনিয়ন
যশোর জেলার বাঘেরপাড়া উপজেলার একটি ইউনিয়ন
ধলগ্রাম ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত বাঘারপাড়া উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
জহুরপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
ধলগ্রাম ইউনিয়ন | |
বাংলাদেশে ধলগ্রাম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৪′২৬.৫″ উত্তর ৮৯°২৪′৩৭.১″ পূর্ব / ২৩.২৪০৬৯৪° উত্তর ৮৯.৪১০৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | বাঘারপাড়া উপজেলা |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৯২৭ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৪৭০ |
ওয়েবসাইট | dhalgramup |
অবস্থান
সম্পাদনাজহুরপুর ইউনিয়ন যশোর জেলা শহর থেকে প্রায় ৩০ কি.মি. পূর্ব পশ্চিমে অবস্থিত। দক্ষিণে দোহাকুলা ৫ কিঃ মিঃ দক্ষিণে ধলগার রাস্তা, ১৬ কিঃ মিঃ পুর্বে নড়াইল জেলা অবস্থিত। ইউনিয়নটিতে মোট ১৭টি গ্রাম এবং ১৫টি মৌজা রয়েছে।
গ্রাম
সম্পাদনাধলগ্রাম ইউনিয়নে মোট ১৭টি গ্রাম
- দরিজাফর পুর
- আগড়া
- দশপাখিয়া
- ধলগ্রাম
- অন্তাইখোলা
- আন্দুলবাড়ীয়া
- কবিরভিটা
- শ্রীপুর
- সুলতাননগর
- নতুন গ্রাম
- বল্লামুখ
- বরভাগ
- ভুলবাড়ীয়া
- মানিকদাহ
আন্দার কোটা
বালিয়াডাঙ্গা
আনন্দনগর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ধলগ্রাম ইউনিয়ন"। dhalgramup.jessore.gov.bd। ২০২০-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।